ETV Bharat / state

নদিয়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন - ব্যবসায়ী খুন

দোকানবন্ধের পর পিছন থেকে গুলি করে খুন ব্যবসায়ীকে ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার কলাইঘাটার ৷ মৃতের নাম হরলাল দেবনাথ ৷

প্রতীকি ছবি
author img

By

Published : Oct 12, 2019, 2:36 PM IST

Updated : Oct 12, 2019, 3:46 PM IST

রানাঘাট , 12 অক্টোবর : দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী ৷ মৃতের নাম হরলাল দেবনাথ (55) ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার কলাইঘাটার ৷

জানা গেছে, শুক্রবার রাতে হরলালবাবু দোকান বন্ধের পর সামনের জায়গা পরিষ্কার করছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন হরলালবাবু ৷ গুলির আওয়াজে ঘটনাস্থানে আসেন স্থানীয়রা ৷ পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

এরপর স্থানীয় বাসিন্দারা প্রথমে হরলালবাবুকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তায় তাঁর মৃত্যু হয় । ঘটনার পর থেকেই BJP এবং তৃণমূল দুই দলই দাবি করে, হরলালবাবু তাদের কর্মী ছিলেন । তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, " হরলাল দেবনাথ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন । প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় BJP-র সমাজবিরোধীরা তাঁকে গুলি করে খুন করেছে । " যদিও BJP-র উত্তর নদিয়ার সভাপতি মানবেন্দ্র দেবনাথ দাবি করেন, খুন হওয়া হরলাল দেবনাথ তাঁদেরই কর্মী । রানাঘাট থেকে তৃণমূলের মাটি সরে যাওয়ায় তারা এখন খুনের রাস্তা বেছে নিচ্ছে ।"

রানাঘাট , 12 অক্টোবর : দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী ৷ মৃতের নাম হরলাল দেবনাথ (55) ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার কলাইঘাটার ৷

জানা গেছে, শুক্রবার রাতে হরলালবাবু দোকান বন্ধের পর সামনের জায়গা পরিষ্কার করছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন হরলালবাবু ৷ গুলির আওয়াজে ঘটনাস্থানে আসেন স্থানীয়রা ৷ পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

এরপর স্থানীয় বাসিন্দারা প্রথমে হরলালবাবুকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তায় তাঁর মৃত্যু হয় । ঘটনার পর থেকেই BJP এবং তৃণমূল দুই দলই দাবি করে, হরলালবাবু তাদের কর্মী ছিলেন । তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, " হরলাল দেবনাথ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন । প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় BJP-র সমাজবিরোধীরা তাঁকে গুলি করে খুন করেছে । " যদিও BJP-র উত্তর নদিয়ার সভাপতি মানবেন্দ্র দেবনাথ দাবি করেন, খুন হওয়া হরলাল দেবনাথ তাঁদেরই কর্মী । রানাঘাট থেকে তৃণমূলের মাটি সরে যাওয়ায় তারা এখন খুনের রাস্তা বেছে নিচ্ছে ।"

Intro:ব্যবসায়ীকে গুলি করে খুন এর ঘটনায় চাঞ্চল্য নদীয়ার রানাঘাট থানার কলাইঘাটায়।মৃত ব্যবসায়ীর নাম হরলাল দেবনাথ।শুক্রবার রাতে দোকান বন্ধ করার সময় পিছন থেকে ওই ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা।আর এই ঘটনার পরই শনিবার সকাল থেকে মৃত ব্যবসায়ী হরলাল দেবনাথ কে নিজেদের দলীয় কর্মী দাবি করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।সূত্রের খবর,নদীয়ার রানাঘাট থানার কলাইঘাটা বাগান পাড়া এলাকার বাসিন্দা হরলাল দেবনাথ(55) বাড়ির কাছেই একটি মুদিখানা দোকান চালাতেন।অভিযোগ,শুক্রবার রাতে আনুমানিক 10 টা নাগাদ দোকান বন্ধ করার সময় পরিচিত দুই যুবক দোকানে আসে ও চানাচুর চায়।অভিযোগ,ওই দুই যুবককে চানাচুর দিয়ে দোকান বন্ধের তোড়জোড় শুরু করেন হরলাল বাবু।অভিযোগ,তখনই তাকে লক্ষ করে পিছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক।গুলির আওয়াজ শুনে দোকানের ভিতর থেকে ছুটে আসেন তার স্ত্রী।পরে স্ত্রীর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে ওই ব্যবসায়ীকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ও পরে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।আর এই ঘটনার পর মৃত ব্যবসায়ী হরলাল দেবনাথ কে নিজেদের কর্মী দাবি করে খুনের জন্য একে অপরের ওপর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল ও বিজেপি।তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, হরাল দেবনাথ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিজেপির সমাজবিরোধীরা তাকে গুলি করে খুন করে। অপরদিকে বিজেপি উত্তর নদীয়ার সভাপতি মানবেন্দ্র দেবনাথ দাবি করেন, খুন হওয়া হরলাল দেবনাথ তাদেরই কর্মী। রানাঘাট থেকে তৃণমূলের মাটি সরে যাওয়ায় তারা এখন খুনের রাস্তা বেছে নিচ্ছেন।যদিও হরলাল বাবু কোনো রাজনৈতিক দলেরই সক্রিয় সদস্য ও সমর্থক ছিলনা বলেই দাবী করেছেন তার পরিবার।তবে কি কারণে এই খুন তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।কি কারণে এই খুন ও কে বা কারা এই খুনের পিছনে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য চলছে পুলিশি টহলদারী।

Body:RANAGHAT MARDARConclusion:null
Last Updated : Oct 12, 2019, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.