রানাঘাট , 12 অক্টোবর : দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী ৷ মৃতের নাম হরলাল দেবনাথ (55) ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার কলাইঘাটার ৷
জানা গেছে, শুক্রবার রাতে হরলালবাবু দোকান বন্ধের পর সামনের জায়গা পরিষ্কার করছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন হরলালবাবু ৷ গুলির আওয়াজে ঘটনাস্থানে আসেন স্থানীয়রা ৷ পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
এরপর স্থানীয় বাসিন্দারা প্রথমে হরলালবাবুকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তায় তাঁর মৃত্যু হয় । ঘটনার পর থেকেই BJP এবং তৃণমূল দুই দলই দাবি করে, হরলালবাবু তাদের কর্মী ছিলেন । তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, " হরলাল দেবনাথ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন । প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় BJP-র সমাজবিরোধীরা তাঁকে গুলি করে খুন করেছে । " যদিও BJP-র উত্তর নদিয়ার সভাপতি মানবেন্দ্র দেবনাথ দাবি করেন, খুন হওয়া হরলাল দেবনাথ তাঁদেরই কর্মী । রানাঘাট থেকে তৃণমূলের মাটি সরে যাওয়ায় তারা এখন খুনের রাস্তা বেছে নিচ্ছে ।"