ETV Bharat / state

Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন - Hanskhali Murder

শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় দুই মহিলা সহ চার জন অভিযুক্ত কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত (Hanskhali Murder) ।

ranaghat
raraghat
author img

By

Published : Feb 1, 2022, 9:35 PM IST

রানাঘাট, 1 ফেব্রুয়ারি : টাকার লোভে আটবছরের শিশুকে অপহরণ ও খুনের ঘটনায় সাজা পেল অপরাধীরা ৷ চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত ৷ তাদের মধ্যে রয়েছে দু'জন মহিলা ৷ প্রায় আটবছর আগে নদিয়ার হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের ছেলেকে অপহরণ করে খুন করে দুষ্কৃতীরা (Hanskhali Murder) ৷

ঘটনাটি 2014 সালের ৷ সেবছর 4 অগাস্ট গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের আটবছরের সন্তান রজত বিশ্বাসকে অপহরণ করা হয় ৷ এরপর মুক্তিপণ হিসেবে মিলনবাবুর কাছে 10 লাখ টাকা চাওয়া হয় ৷ শিশুটির বাবা পুলিশের দ্বারস্থ হলে ভয় পেয়ে যায় অপহরণকারীরা ৷ প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে খুন করে স্থানীয় একটি পাটবাগানের মধ্যে ফেলে দেয় ৷ অপহরণের তিনদিন পর ওই পাটবাগান থেকে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করে হাঁসখালি থানার পুলিশ ৷

ঘটনার তদন্তে নামে হাঁসখালি থানার পুলিশ । মিলন বিশ্বাসের মোবাইলে আসা ফোন কলের নম্বরের সূত্র ধরে পুলিশের জালে ধরা পড়ে চারজন ৷ নবদ্বীপের বাসিন্দা চৈতালি পাল, উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা মনিকা বাগচি, মায়াপুরের বাসিন্দা সঞ্জয় দাস, এবং হাঁসখালির বাসিন্দা হরিদাস বিশ্বাস ৷ প্রমাণের ভিত্তিতে সোমবার রানাঘাট আদালত আট বছরের রজত বিশ্বাসকে অপহরণ ও খুনের অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় 5 মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের

রানাঘাট, 1 ফেব্রুয়ারি : টাকার লোভে আটবছরের শিশুকে অপহরণ ও খুনের ঘটনায় সাজা পেল অপরাধীরা ৷ চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত ৷ তাদের মধ্যে রয়েছে দু'জন মহিলা ৷ প্রায় আটবছর আগে নদিয়ার হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের ছেলেকে অপহরণ করে খুন করে দুষ্কৃতীরা (Hanskhali Murder) ৷

ঘটনাটি 2014 সালের ৷ সেবছর 4 অগাস্ট গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের আটবছরের সন্তান রজত বিশ্বাসকে অপহরণ করা হয় ৷ এরপর মুক্তিপণ হিসেবে মিলনবাবুর কাছে 10 লাখ টাকা চাওয়া হয় ৷ শিশুটির বাবা পুলিশের দ্বারস্থ হলে ভয় পেয়ে যায় অপহরণকারীরা ৷ প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে খুন করে স্থানীয় একটি পাটবাগানের মধ্যে ফেলে দেয় ৷ অপহরণের তিনদিন পর ওই পাটবাগান থেকে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করে হাঁসখালি থানার পুলিশ ৷

ঘটনার তদন্তে নামে হাঁসখালি থানার পুলিশ । মিলন বিশ্বাসের মোবাইলে আসা ফোন কলের নম্বরের সূত্র ধরে পুলিশের জালে ধরা পড়ে চারজন ৷ নবদ্বীপের বাসিন্দা চৈতালি পাল, উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা মনিকা বাগচি, মায়াপুরের বাসিন্দা সঞ্জয় দাস, এবং হাঁসখালির বাসিন্দা হরিদাস বিশ্বাস ৷ প্রমাণের ভিত্তিতে সোমবার রানাঘাট আদালত আট বছরের রজত বিশ্বাসকে অপহরণ ও খুনের অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় 5 মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.