কৃষ্ণনগর, 21 জুন : নতুন করে আরও 4 জনের শরীরের মিলল কোরোনা সংক্রমণের হদিশ। এই নিয়ে নদিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 245 জন।
উল্লেখ্য, প্রতিটি জেলার সঙ্গে নদিয়াতে ও পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার। মূলত পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফেরার পর থেকেই সংখ্যাটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আরও 4 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিশ মিলেছে।
সংক্রমিতদের মধ্যে নবদ্বীপ ব্লকের একজন এবং নবদ্বীপ পৌরসভার 2 জন এছাড়াও রানাঘাট ব্লকের একজনের শরীরে নতুন করে একজনের সংক্রমণ দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের দাবি পরিযায়ী শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণের আশঙ্কা রাতারাতি অনেকটাই বেড়ে গেছে। এই 4 জন ব্যক্তিকে নদিয়া কল্যাণী কার্নিভাল কোভিড-19 হাসপাতালে ভরতি করা হয়েছে। এই 4 জনের পরিবার এবং যাঁরা এদের সংস্পর্শে এসেছিল তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে।