ETV Bharat / state

শান্তিপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার 4 - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ । ধৃতদের আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে ।

TMC worker murder case
TMC worker murder case
author img

By

Published : Sep 12, 2020, 12:36 PM IST

শান্তিপুর, 12 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ । ঘটনায় এই নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে ।

1 সেপ্টেম্বর নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় । বোমাবাজি এবং গুলিও চলে বলে অভিযোগ । 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী গোবিন্দ দাসকে লক্ষ্য করে এলাকারই অপর এক তৃণমূল গোষ্ঠীর কয়েকজন দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাস্থান থেকে আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী গোবিন্দ দাসকে প্রথমে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ছ'দিন ধরে চিকিৎসা চলার পর মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর ।

এরপরই গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত ভরত বিশ্বাস-সহ শুফল বিশ্বাস, গণেশ বিশ্বাস, এবং বিপ্লব অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে এই চার অভিযুক্তকে মালদা গাজোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার পরের দিন সমীর দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । খুনের ঘটনায় এই নিয়ে মোট পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

অভিযুক্তদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে ভরত দাস এবং গণেশ বিশ্বাসকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । বাকিদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

শান্তিপুর, 12 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ । ঘটনায় এই নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে ।

1 সেপ্টেম্বর নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় । বোমাবাজি এবং গুলিও চলে বলে অভিযোগ । 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী গোবিন্দ দাসকে লক্ষ্য করে এলাকারই অপর এক তৃণমূল গোষ্ঠীর কয়েকজন দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাস্থান থেকে আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী গোবিন্দ দাসকে প্রথমে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ছ'দিন ধরে চিকিৎসা চলার পর মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর ।

এরপরই গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত ভরত বিশ্বাস-সহ শুফল বিশ্বাস, গণেশ বিশ্বাস, এবং বিপ্লব অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে এই চার অভিযুক্তকে মালদা গাজোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার পরের দিন সমীর দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । খুনের ঘটনায় এই নিয়ে মোট পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

অভিযুক্তদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে ভরত দাস এবং গণেশ বিশ্বাসকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । বাকিদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.