ETV Bharat / state

একদিনে নদিয়ার শান্তিপুরে আত্মঘাতী 3 জন - নদিয়ায় আত্মহত্যা

নদিয়ার শান্তিপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ আত্মহত্যা করল তিনজন ৷ মৃতদেহগুলো রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

SANTIPUR_SUICIDE
একই দিনে নদিয়ার শান্তিপুরে আত্মঘাতী তিনজন
author img

By

Published : Aug 25, 2020, 1:45 PM IST

রানাঘাট, 25 অগাস্ট : একই দিনে নদিয়ার একাধিক জায়গায় আত্মহত্যা করল তিনজন ৷ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

নদিয়ার রানাঘাটের থানারপাড়া গ্রামের বাসিন্দা জয়া দেবনাথ ৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৷ দিন কয়েক আগে সে শান্তিপুর থানার বাগানি পাড়ায় দিদির বড়িতে আসে ৷ গতরাতে একাই ঘুমিয়ে ছিল ৷ সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হলেও দরজা খোলেনি ৷ এরপরই বাড়ির সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে ৷

এদিকে, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায় বলাই সাঁধুখা (39) নামে এক ব্যক্তি আত্মঘাতী হন ৷ কয়েক বছর ধরেই স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল ৷ অশান্তি চরম পর্যায়ে পৌঁছানোয় কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যান তিনি ৷ গতকাল গভীর রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ পরে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷

অপর্ণা মজুমদার (20) নামে এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকায় ৷ তাঁর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন ৷ লকডাউনের জেরে বাড়ি ফিরে আসেন তিনি ৷ এরপরই সংসারে চরম অনটন দেখা যায় ৷ অপরদিকে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অপর্ণা ৷ পারিবারিক সূত্রের খবর, মানসিক অবসাদের জেরেই ওই যুবতি গলায় ফাঁস লাগয়ে আত্মহত্যা করেন ৷

রানাঘাট, 25 অগাস্ট : একই দিনে নদিয়ার একাধিক জায়গায় আত্মহত্যা করল তিনজন ৷ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

নদিয়ার রানাঘাটের থানারপাড়া গ্রামের বাসিন্দা জয়া দেবনাথ ৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৷ দিন কয়েক আগে সে শান্তিপুর থানার বাগানি পাড়ায় দিদির বড়িতে আসে ৷ গতরাতে একাই ঘুমিয়ে ছিল ৷ সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হলেও দরজা খোলেনি ৷ এরপরই বাড়ির সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে একটি সুইসাইড নোট উদ্ধার করে ৷

এদিকে, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায় বলাই সাঁধুখা (39) নামে এক ব্যক্তি আত্মঘাতী হন ৷ কয়েক বছর ধরেই স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল ৷ অশান্তি চরম পর্যায়ে পৌঁছানোয় কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যান তিনি ৷ গতকাল গভীর রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ পরে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷

অপর্ণা মজুমদার (20) নামে এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকায় ৷ তাঁর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন ৷ লকডাউনের জেরে বাড়ি ফিরে আসেন তিনি ৷ এরপরই সংসারে চরম অনটন দেখা যায় ৷ অপরদিকে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অপর্ণা ৷ পারিবারিক সূত্রের খবর, মানসিক অবসাদের জেরেই ওই যুবতি গলায় ফাঁস লাগয়ে আত্মহত্যা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.