ETV Bharat / state

Road Accident in Nadia: বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে বাইকে ধাক্কা লরির, মৃত 2 - Road Accident in Nadia

নদিয়ার নাকাশিপাড়ায় একটি বাইকের পিছনে ধাক্কা মারল লরি (Road Accident in Nadia) ৷ ঘটনায় বাইকে সওয়ার 2 জনের মৃত্যু হয়েছে ৷ বাইক সওয়ার আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

Road Accident in Nadia ETV BHARAT
Road Accident in Nadia
author img

By

Published : Jan 28, 2023, 11:28 AM IST

Updated : Jan 28, 2023, 12:14 PM IST

নাকাশিপাড়া (নদিয়া), 28 জানুয়ারি: বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনায় 2 জনের মৃত্যু ৷ এক যবুক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারে (Lorry Hits Bike from Behind in Nadia) ৷ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ চালক-সহ ঘাতক লরি পলাতক ৷ নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, একটি বিয়ে বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজে গিয়েছিলেন নাকাশিপাড়ার যুগপুরের বাসিন্দা বছর 63’র নিরঞ্জন দাস এবং তাঁর ছেলে সুব্রত দাস ৷ সঙ্গে তাঁদের বাড়ির পাশে থাকা রাজীব (45) নামে এক ফুচকাওয়ালা সেই বিয়ে বাড়িতে বরাত নিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার গভীর রাতে বিয়ে বাড়ির কাজ সেরে একই বাইকে ফিরছিলেন তিনজন ৷ যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে ৷

ঘটনায় নিরঞ্জন দাসকে লরিটি পিষে দেয় ৷ ধাক্কা লেগে বাইকে থাকা ফুচকাওয়ালা রাজীব উড়ালপুল থেকে নিচে পড়ে যান ৷ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ অন্যদিকে, নিরঞ্জন দাসের ছেলে সুব্রত গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই দীর্ঘক্ষণ পড়ে থাকেন ৷ স্থানীয়রা দুর্ঘটনার শব্দে সেখানে যান ৷ সুব্রত দাসকে তাঁরা উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে ভরতি করেন ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরঞ্জন দাস এবং রাজীবের দেহ উদ্ধার করে নদিয়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ে করে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত 3

দুর্ঘটনার পর ঘাতক লরি-সহ চালক পলাতক ৷ চালক ও লরির খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ উড়ালপুল ও রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে লরির নম্বর জানা চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, সুব্রত দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নাকাশিপাড়া হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

নাকাশিপাড়া (নদিয়া), 28 জানুয়ারি: বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনায় 2 জনের মৃত্যু ৷ এক যবুক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারে (Lorry Hits Bike from Behind in Nadia) ৷ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ চালক-সহ ঘাতক লরি পলাতক ৷ নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, একটি বিয়ে বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজে গিয়েছিলেন নাকাশিপাড়ার যুগপুরের বাসিন্দা বছর 63’র নিরঞ্জন দাস এবং তাঁর ছেলে সুব্রত দাস ৷ সঙ্গে তাঁদের বাড়ির পাশে থাকা রাজীব (45) নামে এক ফুচকাওয়ালা সেই বিয়ে বাড়িতে বরাত নিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার গভীর রাতে বিয়ে বাড়ির কাজ সেরে একই বাইকে ফিরছিলেন তিনজন ৷ যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে ৷

ঘটনায় নিরঞ্জন দাসকে লরিটি পিষে দেয় ৷ ধাক্কা লেগে বাইকে থাকা ফুচকাওয়ালা রাজীব উড়ালপুল থেকে নিচে পড়ে যান ৷ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ অন্যদিকে, নিরঞ্জন দাসের ছেলে সুব্রত গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই দীর্ঘক্ষণ পড়ে থাকেন ৷ স্থানীয়রা দুর্ঘটনার শব্দে সেখানে যান ৷ সুব্রত দাসকে তাঁরা উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে ভরতি করেন ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরঞ্জন দাস এবং রাজীবের দেহ উদ্ধার করে নদিয়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ে করে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত 3

দুর্ঘটনার পর ঘাতক লরি-সহ চালক পলাতক ৷ চালক ও লরির খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ উড়ালপুল ও রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে লরির নম্বর জানা চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, সুব্রত দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নাকাশিপাড়া হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷

Last Updated : Jan 28, 2023, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.