ETV Bharat / state

শান্তিপুরে দুর্ঘটনায় আহত 2, সাংসদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হল হাসপাতালে - শান্তিপুরে পথ দুর্ঘটনায় আক্রান্ত মহিলা

গতরাতে ওই দুই মহিলা টোটোয় যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে আসা 10 চাকার একটি লরি সরাসরি টোটোয় ধাক্কা মারে । তার জেরে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই দুই মহিলা ।

শান্তিপুরে টোটো-লরির মুখোমুখি সংঘর্ষ
শান্তিপুরে টোটো-লরির মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Nov 9, 2020, 3:18 PM IST

শান্তিপুর, 9 নভেম্বর : শান্তিপুরে পথ দুর্ঘটনায় আহত দুই মহিলা । সাংসদের তত্ত্বাবধানে তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গতরাতে নদিয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ।

গতরাতে ওই দুই মহিলা টোটোয় যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে আসা 10 চাকার একটি লরি সরাসরি টোটোয় ধাক্কা মারে । তার জেরে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই দুই মহিলা ।

সেই সময় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন । গাড়ি থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় জগন্নাথবাবু ওই দুই মহিলাকে উদ্ধার করেন । তাঁদের শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আহত দু'জন এখনও চিকিৎসাধীন রয়েছেন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । তবে, চালক লরিটি নিয়ে ঘটনাস্থান থেকে পলাতক । এবিষয়ে জগন্নাথ সরকার বলেন, "আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিড় দেখতে পাই । জিজ্ঞাসাবাদ করতেই পথ দুর্ঘটনায় দুই মহিলা আহত সেকথা জানতে পারি । স্থানীয়দের সহযোগিতায় তাঁদের হাসপাতালে ভরতি করাই ।"

শান্তিপুর, 9 নভেম্বর : শান্তিপুরে পথ দুর্ঘটনায় আহত দুই মহিলা । সাংসদের তত্ত্বাবধানে তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গতরাতে নদিয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ।

গতরাতে ওই দুই মহিলা টোটোয় যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে আসা 10 চাকার একটি লরি সরাসরি টোটোয় ধাক্কা মারে । তার জেরে রাস্তার পাশে ছিটকে পড়েন ওই দুই মহিলা ।

সেই সময় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন । গাড়ি থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় জগন্নাথবাবু ওই দুই মহিলাকে উদ্ধার করেন । তাঁদের শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আহত দু'জন এখনও চিকিৎসাধীন রয়েছেন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । তবে, চালক লরিটি নিয়ে ঘটনাস্থান থেকে পলাতক । এবিষয়ে জগন্নাথ সরকার বলেন, "আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিড় দেখতে পাই । জিজ্ঞাসাবাদ করতেই পথ দুর্ঘটনায় দুই মহিলা আহত সেকথা জানতে পারি । স্থানীয়দের সহযোগিতায় তাঁদের হাসপাতালে ভরতি করাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.