শিমুরালি (নদিয়া), 13 সেপ্টেম্বর : ফেসবুকে আলাপ হয়েছিল দু'জনের ৷ দু'দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকাল রেললাইনের ধারে উদ্ধার হল এক যুবক ও যুবতির মৃতদেহ ৷ তাঁদের নাম সৌরভ বৈদ্য ও রিনা দাস ৷ GRP-র প্রাথমিক অনুমান, দু'জনেই আত্মহত্যা করেছেন ৷ ঘটনাটি নদিয়ার শিমুরালির ৷
নদিয়ার কুতুবপুরের বাসিন্দা সৌরভ চায়ের ব্যবসা করতেন ৷ জেলারই চাকদার সিলিন্দাতে থাকতেন রিনা ৷ উত্তর 24 পরগনার গোপালনগরে তাঁর বিয়ে হয়েছিল ৷ সম্প্রতি ফেসবুকের মাধ্যমে সৌরভ ও রিনার আলাপ হয়েছিল ৷ বুধবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন ৷
এরপর আজ সকাল আটটা নাগাদ শিমুরালি স্টেশনের কাছে দু'জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানাঘাটের GRP ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে GRP-র অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ বোঝা যাবে ৷