ETV Bharat / state

ফেসবুকে আলাপ, রেললাইনের ধারে যুবক-যুবতির মৃতদেহ - dead body recovered in nodia

আজ সকাল রেললাইনের ধারে উদ্ধার হল এক যুবক ও যুবতির মৃতদেহ ৷ তাঁদের নাম সৌরভ বৈদ্য ও রিনা দাস ৷ GRP-র প্রাথমিক অনুমান, দু'জনেই আত্মহত্যা করেছেন ৷ ঘটনাটি নদিয়ার শিমুরালির ৷

সৌরভ বৈদ্য ও রিনা দাস
author img

By

Published : Sep 13, 2019, 3:21 PM IST

শিমুরালি (নদিয়া), 13 সেপ্টেম্বর : ফেসবুকে আলাপ হয়েছিল দু'জনের ৷ দু'দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকাল রেললাইনের ধারে উদ্ধার হল এক যুবক ও যুবতির মৃতদেহ ৷ তাঁদের নাম সৌরভ বৈদ্য ও রিনা দাস ৷ GRP-র প্রাথমিক অনুমান, দু'জনেই আত্মহত্যা করেছেন ৷ ঘটনাটি নদিয়ার শিমুরালির ৷

Nodia
রিনা দাস

নদিয়ার কুতুবপুরের বাসিন্দা সৌরভ চায়ের ব্যবসা করতেন ৷ জেলারই চাকদার সিলিন্দাতে থাকতেন রিনা ৷ উত্তর 24 পরগনার গোপালনগরে তাঁর বিয়ে হয়েছিল ৷ সম্প্রতি ফেসবুকের মাধ্যমে সৌরভ ও রিনার আলাপ হয়েছিল ৷ বুধবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন ৷

Nodia
সৌরভ বৈদ্য

এরপর আজ সকাল আটটা নাগাদ শিমুরালি স্টেশনের কাছে দু'জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানাঘাটের GRP ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে GRP-র অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ বোঝা যাবে ৷

শিমুরালি (নদিয়া), 13 সেপ্টেম্বর : ফেসবুকে আলাপ হয়েছিল দু'জনের ৷ দু'দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকাল রেললাইনের ধারে উদ্ধার হল এক যুবক ও যুবতির মৃতদেহ ৷ তাঁদের নাম সৌরভ বৈদ্য ও রিনা দাস ৷ GRP-র প্রাথমিক অনুমান, দু'জনেই আত্মহত্যা করেছেন ৷ ঘটনাটি নদিয়ার শিমুরালির ৷

Nodia
রিনা দাস

নদিয়ার কুতুবপুরের বাসিন্দা সৌরভ চায়ের ব্যবসা করতেন ৷ জেলারই চাকদার সিলিন্দাতে থাকতেন রিনা ৷ উত্তর 24 পরগনার গোপালনগরে তাঁর বিয়ে হয়েছিল ৷ সম্প্রতি ফেসবুকের মাধ্যমে সৌরভ ও রিনার আলাপ হয়েছিল ৷ বুধবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন ৷

Nodia
সৌরভ বৈদ্য

এরপর আজ সকাল আটটা নাগাদ শিমুরালি স্টেশনের কাছে দু'জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানাঘাটের GRP ৷ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে GRP-র অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ বোঝা যাবে ৷

Intro:রেললাইনের পাশ থেকে দুটিমৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়া চাকদহ থানা শিমুরালি তে।আজ সকালে স্থানীয়রা রেল লাইনে পড়ে থাকা মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় রানাঘাট জি আর পি তে।
জি আর পি থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।প্রথমে অজ্ঞাত পরিচয় থাকলেও পরে তাদের নাম পরিচয় জানা জায়।মৃত দুই জনের নাম সৌরভ বৈদ্য এবং রীনা দাস।সুত্রের খবর সম্প্রতি তাদের ফেসবুকে আলাপ হয়।এরপর তারা দুজনে বিয়েও করে।সৌরভের বাড়ি নদিয়ার কুতুবপুরে।সে চা পাতার ব্যবসা করতেন। পাশাপাশি রীনা দেবীর বাড়ি চাকদার সিলিন্দাতে । এর আগে তার বিয়ে হয়েছিল উত্তর ২৪ পরগনার গোপালনগরে। সূত্রের খবরগতদুদিন ধরে তারা দুজনেই নিখোজ থাকার পর আজ সকালে তাদের যুগল বন্দী মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। যেহেতু রেললাইনের পাশ থেকে তাদের দেহ উদ্ধার হয় সেই কারনে এই মৃত্যুর তদন্ত করে দেখছে রানাঘাট জি আর পি।তবে জিআরপি প্রাথমিক অনুমান দুজনায় আত্মহত্যা করেছে। যদিও মৃতদেহ দুটি পরিবারের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।Body:CHAKDAHA DEAD BODYConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.