ETV Bharat / state

Hanskhali Rape : 14 দিনের জেল হেফাজত হাঁসখালি ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের

হাঁসখালি ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (14-day jail custody of Hanskhali rape case main accused) । সেইসঙ্গে পাঁচজনের গোপন জবানবন্দি নিল আদালত ।

Hanskhali Rape
Hanskhali Rape
author img

By

Published : Apr 11, 2022, 7:32 PM IST

হাঁসখালি, 11 এপ্রিল : নদিয়ার হাঁসখালি থানা এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু ও প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে (Hanskhali Rape) ৷ অভিযুক্ত যুবক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ৷

আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে । তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (14-day jail custody of Hanskhali rape case main accused) । যদিও সোহেল কিছু জানি না বলে দাবি করে ৷

নদিয়ার হাঁসখালির তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণ করা হয় নাবালিকা । ওই রাতে নাবালিকার পরিবারকে মুখ খুললে প্রাণে মেরে ফেলার এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভয়ে প্রথমে কিছু না জানাতে চাইলেও পরিবারের তরফ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাঁর ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । তারপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

দু'দিন আগে নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রবিবার মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে গ্রেফতার করে পুলিশ । দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর হাঁসখালি থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে আজ পেশ করে ।

অতিরিক্ত সরকারি আইনজীবি অপূর্ব কুমার ভদ্র ঘটনার বিবরণ দিচ্ছেন

পুলিশের আবেদন মান্যতা দিয়ে রানাঘাট মহকুমা আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অভিযুক্তকে । নাবালিকার পরিবার-সহ মোট পাঁচজনের গোপন জবানবন্দি নেয় আদালত । এ বিষয়ে অতিরিক্ত সরকারি আইনজীবী অপূর্বকুমার ভদ্র বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক । অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের।"

প্রশাসন সূত্রে খবর, মূল অভিযুক্তের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

আরও পড়ুন : Mamata on Hanskahli Rape : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিতর্ক

হাঁসখালি, 11 এপ্রিল : নদিয়ার হাঁসখালি থানা এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু ও প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে (Hanskhali Rape) ৷ অভিযুক্ত যুবক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ৷

আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে । তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত (14-day jail custody of Hanskhali rape case main accused) । যদিও সোহেল কিছু জানি না বলে দাবি করে ৷

নদিয়ার হাঁসখালির তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণ করা হয় নাবালিকা । ওই রাতে নাবালিকার পরিবারকে মুখ খুললে প্রাণে মেরে ফেলার এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভয়ে প্রথমে কিছু না জানাতে চাইলেও পরিবারের তরফ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাঁর ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । তারপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

দু'দিন আগে নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রবিবার মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে গ্রেফতার করে পুলিশ । দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর হাঁসখালি থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে আজ পেশ করে ।

অতিরিক্ত সরকারি আইনজীবি অপূর্ব কুমার ভদ্র ঘটনার বিবরণ দিচ্ছেন

পুলিশের আবেদন মান্যতা দিয়ে রানাঘাট মহকুমা আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অভিযুক্তকে । নাবালিকার পরিবার-সহ মোট পাঁচজনের গোপন জবানবন্দি নেয় আদালত । এ বিষয়ে অতিরিক্ত সরকারি আইনজীবী অপূর্বকুমার ভদ্র বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক । অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের।"

প্রশাসন সূত্রে খবর, মূল অভিযুক্তের বিরুদ্ধে খুন, ধর্ষণ এবং প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

আরও পড়ুন : Mamata on Hanskahli Rape : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.