ETV Bharat / state

নদিয়ায় নতুন করে কোরোনা সংক্রমণ 12 জনের - corona infections

নদিয়ায় এক লাফে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 থেকে 38। নতুন করে চাঞ্চল্য গোটা জেলা জুড়ে। উল্লেখ্য এর আগেই নদিয়া জেলায় মোট কোরোনা আক্রান্ত সংখ্যা ছিল 26। বুধবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও 12 জন এর মধ্যে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে।

corona infections in nodia
একদিনে 12 জন কোরোনা আক্রান্ত
author img

By

Published : May 28, 2020, 12:04 AM IST

নদিয়া,27 মে : জেলায় নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 12। এক লাফে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 থেকে 38। নতুন করে চাঞ্চল্য গোটা জেলা জুড়ে। উল্লেখ্য এর আগেই নদিয়া জেলায় মোট কোরোনা আক্রান্ত সংখ্যা ছিল 26। বুধবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও 12 জন এর মধ্যে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই 12 জনের মধ্যে কৃষ্ণনগরের তিনজন, রানাঘাটে তিনজন, গয়েশপুর একজন কৃষ্ণগঞ্জ একজন এবং হাঁসখালি একজন ও হরিণঘাটা একজনের পাশাপাশি হরিণঘাটা এবং চাকদহে একটি করে নতুন কোনও সংক্রমণ ব্যক্তির সংখ্যা পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরের স্পষ্ট না করলেও, সূত্রের খবর এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক। কেউ বাসে কিংবা কেউ ট্রেনে করে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার তাঁদের রিপোর্টে কোরোনা পজিটিভ ধরা পড়ে। এর পাশাপাশি এই 12 জন ব্যক্তি যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরকে এবং 12 জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিন রাখা হয়েছে। আর সংক্রমিত এই 12 জনকে কল্যাণী কার্নিভাল কোরোনা-19 হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নদিয়া,27 মে : জেলায় নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 12। এক লাফে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 থেকে 38। নতুন করে চাঞ্চল্য গোটা জেলা জুড়ে। উল্লেখ্য এর আগেই নদিয়া জেলায় মোট কোরোনা আক্রান্ত সংখ্যা ছিল 26। বুধবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও 12 জন এর মধ্যে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই 12 জনের মধ্যে কৃষ্ণনগরের তিনজন, রানাঘাটে তিনজন, গয়েশপুর একজন কৃষ্ণগঞ্জ একজন এবং হাঁসখালি একজন ও হরিণঘাটা একজনের পাশাপাশি হরিণঘাটা এবং চাকদহে একটি করে নতুন কোনও সংক্রমণ ব্যক্তির সংখ্যা পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তরের স্পষ্ট না করলেও, সূত্রের খবর এঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক। কেউ বাসে কিংবা কেউ ট্রেনে করে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার তাঁদের রিপোর্টে কোরোনা পজিটিভ ধরা পড়ে। এর পাশাপাশি এই 12 জন ব্যক্তি যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরকে এবং 12 জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিন রাখা হয়েছে। আর সংক্রমিত এই 12 জনকে কল্যাণী কার্নিভাল কোরোনা-19 হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.