ETV Bharat / state

নদিয়ায় নতুন করে আক্রান্ত 11জন

এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 152 । আজ স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আরও 11 জনের শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।

author img

By

Published : Jun 12, 2020, 12:53 PM IST

corona infections in Nadia
নদিয়ায় কোরোনা সংক্রমণ

কৃষ্ণনগর, 12জুন : প্রতিটি জেলার সঙ্গে নদিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । নতুন করে নদিয়ায় 11জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 163 । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে শুরু করার পর থেকেই সংক্রমণ বাড়ছে বলে খবর ৷

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আরও 11জনের শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে। এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 152 । স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের দাবি, পরিযায়ী শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণের আশঙ্কা রাতারাতি অনেকটাই বেড়ে গেছে । যে 11জনের মধ্যে নতুন করে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে তাঁদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক ।

এই 11জনকে নদিয়ার কল্যাণী কার্নিভাল কোভিড-19 হাসপাতালে ভরতি করা হয়েছে । এই 11 জনের পরিবার এবং যারা এদের সংস্পর্শে এসেছিল তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

কৃষ্ণনগর, 12জুন : প্রতিটি জেলার সঙ্গে নদিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । নতুন করে নদিয়ায় 11জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 163 । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে শুরু করার পর থেকেই সংক্রমণ বাড়ছে বলে খবর ৷

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আরও 11জনের শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে। এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 152 । স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের দাবি, পরিযায়ী শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণের আশঙ্কা রাতারাতি অনেকটাই বেড়ে গেছে । যে 11জনের মধ্যে নতুন করে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে তাঁদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক ।

এই 11জনকে নদিয়ার কল্যাণী কার্নিভাল কোভিড-19 হাসপাতালে ভরতি করা হয়েছে । এই 11 জনের পরিবার এবং যারা এদের সংস্পর্শে এসেছিল তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.