নদিয়া, 7 জানুয়ারি : ইচ্ছাশক্তির কাছে বয়স কেবল একটি সংখ্যামাত্র ৷ মনের জোর থাকলে সব কাজই করা যায় তুড়ি মেরে ৷ তারই প্রমাণ রেখে গেলেন নদিয়ার শান্তিপুরের গঙ্গাধর বিশ্বাস ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 105 বছর ৷ মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা ছিল একটাই ৷ তাঁর শেষকৃত্য যেন সম্পন্ন হয় তাসা ব্যান্ড নাচ-গানের মধ্য দিয়ে ৷
2016 সালে একটি রিয়েলিটি শো'তে অংশগ্রহণ করেছিলেন 'একশো নট আউট' এই বৃদ্ধ ৷ তখন তিনি সদ্য পার করেছিলেন 100 বছর ৷ রিয়েলিটি শো'তে অংশগ্রহণ করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন নিয়মিত শরীরচর্চা করলে বয়সকে নিয়ে চিন্তার কিছু থাকে না ৷ কেবল মনের জোর থাকলেই চলে ৷ 100 বছর বয়সেও গঙ্গাধর বিশ্বাস যুক্ত ছিলেন পারিবারিক বিভিন্ন ব্যবসার কাজে ৷ আর পাঁচ জনের মতই করতেন স্বাভাবিক জীবন-যাপন ৷ রিয়েলিটি শো'তে এসে মন জয় করেছিলেন সাধারণ দর্শকের ৷
দাদুর শেষ ইচ্ছা পূরণ করতেই তাঁর নাতিরা আয়োজন করেছিলেন ব্যন্ড-পার্টি , বাজনা , কীর্তণের ৷ সেই মতোই পদযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ ৷ দাহ করা হয় শান্তিপুর নরসিংহ পুর মহাশ্মশানে ৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন পাঁচশো'র ও বেশি লোক ৷ ঘটনার সাজসজ্জায় হতবাক এলাকাবাসী ৷