ETV Bharat / state

বউ ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় যুবক

রবিবার ছুটির দিন ৷ বহরমপুরের কাশিমবাজারের দীঘির পাড়া এলাকায় তখন লোকে লোকারণ্য ৷ বউ ফেরত চাই, এই দাবি তুলে আজ সকাল সাতটা থেকে ধরনায় বসেন মধ্যবয়সের যুবক ৷ যাকে ফেরত পাওয়ার জন্য এত 'আন্দোলন', সেই রিয়া মুখের উপর বললেন, "ঘর করব না ৷" রিয়ার বাবা-মায়ের দাবি, জামাইয়ের স্বভাব খারাপ, মদ্যপ, মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ও মারধরও করে ৷ তাই মেয়ে মুখ ফিরিয়েছে দেবাশিসের দিক থেকে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ দেবাশিস ৷

দেবাশিস
author img

By

Published : Oct 13, 2019, 5:38 PM IST

Updated : Oct 13, 2019, 6:25 PM IST

বহরমপুর, 13 অক্টোবর : প্রথম আলাপ বছর সাতেক আগে ৷ সময় যত গড়িয়েছে, সম্পর্কের বাঁধন তত মজবুত হয়েছে ৷ কিন্তু এই সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল দুই পরিবারের ৷ তাই বাধ্য হয়েই বাড়ির অমতে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়া ও দেবাশিস ৷ যেমন ভাবনা, তেমন কাজ ৷ বাড়ির অমতেই বিয়ে করেছিলেন তাঁরা ৷ মাস চারেক সংসার করাও হয়ে গিয়েছিল ৷ কিন্তু তারপরই যেন ছন্দপতন ৷

হঠাৎই একদিন রিয়ার বাড়ির লোকজন হাজির হয়েছিলেন মেয়ে-জামাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন ৷ সেই মতো মেয়ে-জামাইকে নিয়ে বাড়ি ফেরেন রিয়ার বাবা সুখেন মণ্ডল ৷ তখন ভাদ্র মাস ৷ যুক্তি ছিল মেয়ে কিছুদিন বাড়ি থাকার পর শ্বশুরবাড়ি ফিরবে ৷ তাই কিছুটা বাধ্য হয়েই একা বাড়ি ফিরে এসেছিলেন বেসরকারি কর্মী দেবাশিস ৷

dharna
শ্বশুরবাড়ির সামনে ধরনায় দেবাশিস

তারপরই ঘটনা অন্যদিকে মোড় নিল ৷ বারবার ফোন করেও রিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পাননি ৷ এমনকি, মনের মানুষটাকে কাছে ফিরে পাওয়ার চেষ্টা করলেও হতাশ হতে হয়েছিল বারবার ৷ অনেকটা বাধ্য হয়েই তাই ধরনায় বসার পথ বেছে নিলেন মালদার বাসিন্দা দেবাশিস ৷

রবিবার ছুটির দিন ৷ বহরমপুরের কাশিমবাজারের দীঘির পাড়া এলাকায় তখন লোকে লোকারণ্য ৷ বউ ফেরত চাই, এই দাবি তুলে আজ সকাল সাতটা থেকে ধরনায় বসেন মধ্যবয়সের যুবক ৷ যাকে ফেরত পাওয়ার জন্য এত 'আন্দোলন', সেই রিয়া মুখের উপর বললেন, "ঘর করব না ৷" রিয়ার বাবা-মায়ের দাবি, জামাইয়ের স্বভাব খারাপ, মদ্যপ, মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ও মারধরও করে ৷ তাই মেয়ে মুখ ফিরিয়েছে দেবাশিসের দিক থেকে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ দেবাশিস ৷

বছর একুশের রিয়ার এমন মন বদলের কারণ খুঁজতে তখন নাকানিচোবানি খাচ্ছেন দেবাশিস ৷ যদিও তাঁর দাবি, রিয়ার পরিবার অলৌকিক শক্তিবলে মেয়ের মন পালটে দিয়েছে ৷ ততক্ষণে পাড়াময় রটে গেছে, দেবাশিসের কীর্তি ৷ শুরু হয়ে গিয়েছে ফিসফাস ৷ কয়েকজন দেবাশিসের সঙ্গে কথা বলে আসল সত্যিটাও জেনে গেছেন ৷ কয়েকজন দেবাশিসের হয়ে সওয়ালও করে ফেলেছেন ৷ কেউ আবার খবর দিয়েছেন পুলিশে ৷ পাড়ার লোকজনদের মন গলাতে পারলেও পুলিশের কাছে সফল হননি দেবাশিস ৷ সব জেনেশুনে দেবাশিসকে ভ্যানে তুলে নিয়ে চলে যায় পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

যদিও পুলিশ ভ্যানে উঠতে উঠতে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে রিয়াকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে ৷ রিয়ার সঙ্গে তাঁর ছবি তখনও নিজের কাছে আঁকড়ে রেখেছেন দেবাশিস ৷ পুলিশ ভ্যানে উঠতে উঠতেও বলছেন, শুধু ছবি নয়, রিয়াকে নিয়েই বাড়ি ফিরবেন ৷

বহরমপুর, 13 অক্টোবর : প্রথম আলাপ বছর সাতেক আগে ৷ সময় যত গড়িয়েছে, সম্পর্কের বাঁধন তত মজবুত হয়েছে ৷ কিন্তু এই সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল দুই পরিবারের ৷ তাই বাধ্য হয়েই বাড়ির অমতে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়া ও দেবাশিস ৷ যেমন ভাবনা, তেমন কাজ ৷ বাড়ির অমতেই বিয়ে করেছিলেন তাঁরা ৷ মাস চারেক সংসার করাও হয়ে গিয়েছিল ৷ কিন্তু তারপরই যেন ছন্দপতন ৷

হঠাৎই একদিন রিয়ার বাড়ির লোকজন হাজির হয়েছিলেন মেয়ে-জামাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন ৷ সেই মতো মেয়ে-জামাইকে নিয়ে বাড়ি ফেরেন রিয়ার বাবা সুখেন মণ্ডল ৷ তখন ভাদ্র মাস ৷ যুক্তি ছিল মেয়ে কিছুদিন বাড়ি থাকার পর শ্বশুরবাড়ি ফিরবে ৷ তাই কিছুটা বাধ্য হয়েই একা বাড়ি ফিরে এসেছিলেন বেসরকারি কর্মী দেবাশিস ৷

dharna
শ্বশুরবাড়ির সামনে ধরনায় দেবাশিস

তারপরই ঘটনা অন্যদিকে মোড় নিল ৷ বারবার ফোন করেও রিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পাননি ৷ এমনকি, মনের মানুষটাকে কাছে ফিরে পাওয়ার চেষ্টা করলেও হতাশ হতে হয়েছিল বারবার ৷ অনেকটা বাধ্য হয়েই তাই ধরনায় বসার পথ বেছে নিলেন মালদার বাসিন্দা দেবাশিস ৷

রবিবার ছুটির দিন ৷ বহরমপুরের কাশিমবাজারের দীঘির পাড়া এলাকায় তখন লোকে লোকারণ্য ৷ বউ ফেরত চাই, এই দাবি তুলে আজ সকাল সাতটা থেকে ধরনায় বসেন মধ্যবয়সের যুবক ৷ যাকে ফেরত পাওয়ার জন্য এত 'আন্দোলন', সেই রিয়া মুখের উপর বললেন, "ঘর করব না ৷" রিয়ার বাবা-মায়ের দাবি, জামাইয়ের স্বভাব খারাপ, মদ্যপ, মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ও মারধরও করে ৷ তাই মেয়ে মুখ ফিরিয়েছে দেবাশিসের দিক থেকে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ দেবাশিস ৷

বছর একুশের রিয়ার এমন মন বদলের কারণ খুঁজতে তখন নাকানিচোবানি খাচ্ছেন দেবাশিস ৷ যদিও তাঁর দাবি, রিয়ার পরিবার অলৌকিক শক্তিবলে মেয়ের মন পালটে দিয়েছে ৷ ততক্ষণে পাড়াময় রটে গেছে, দেবাশিসের কীর্তি ৷ শুরু হয়ে গিয়েছে ফিসফাস ৷ কয়েকজন দেবাশিসের সঙ্গে কথা বলে আসল সত্যিটাও জেনে গেছেন ৷ কয়েকজন দেবাশিসের হয়ে সওয়ালও করে ফেলেছেন ৷ কেউ আবার খবর দিয়েছেন পুলিশে ৷ পাড়ার লোকজনদের মন গলাতে পারলেও পুলিশের কাছে সফল হননি দেবাশিস ৷ সব জেনেশুনে দেবাশিসকে ভ্যানে তুলে নিয়ে চলে যায় পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

যদিও পুলিশ ভ্যানে উঠতে উঠতে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে রিয়াকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে ৷ রিয়ার সঙ্গে তাঁর ছবি তখনও নিজের কাছে আঁকড়ে রেখেছেন দেবাশিস ৷ পুলিশ ভ্যানে উঠতে উঠতেও বলছেন, শুধু ছবি নয়, রিয়াকে নিয়েই বাড়ি ফিরবেন ৷

Intro:সাত বছর প্রেম করে লুকিয়ে বিয়ে। সেই স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্না জামাইবাবাজির। Body:বহরমপুর - সাত বছর প্রেমের পর গত চারমাস আগে বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে দুই যুবক যুবতী। মাস দিয়েক চুটিয়ে সংসারও করে। তারপর ছন্দপতন। বাবার বাড়ি আর ফিরে যায়নি প্রমিকা স্ত্রী। বিবাহিত স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে যুবক। দাবি, ফিরিয়ে দাও ভালবাসা। নচেত এখানেই আত্মহত্যা করব। সকাল থেকে ধর্নায় বসে দুপুর পর্যন্ত প্রতবেশীদের মন জয় করতে পারলেও ফিরে পায়নি পুলিশ। উলটে আইনশৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে যুবককে তুলে নিয়ে যায় খাগড়া ফাঁড়ির পুলিশ। রববার সকাল থেকে ঘটনায় আলোড়ন পরেছে বহরমপুর থানার কাশিমবাজার দিঘিরপাড়ায়। মালদার বাসিন্দা যুবকের নাম দেবাশিস রায়। পুলিশের উপস্থিতিতে প্রাক্তন স্বামীর মুখের উপর তার সঙ্গে সংসার না করার হুমকি দিল রিয়া মণ্ডল নামে বিছর একুশের যুবতী।
চারমাস,আগে লিকুয়ে বিয়ে করে দেবাশিস ও রিয়া। তার মাসখানেক।পর রিয়ার বাবা সুখেন মণ্ডল মেয়ে জামাইকে আমন্ত্রন করে বাড়িতে তোলেন। ছদিন থাকার পর স্ত্রীকে নিয়ে মালদায় ফিরে যায় দেবাশিস। প্রথা মেনে ভাদ্র মাস বাবার বাড়িতে কাটাতে এসে আর ফিরে যায়নি রিয়া। ফোনেও যোগাযোগ বন্ধ করে দেয়। রবিবার সকালে দুজনের ছবি নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে বেসরয়ারি সংস্থার কর্মী দেবাশিস রায়। প্রতিবেশী এবং রিয়া মেনেও নিয়েছেন পালিয়ে বিয়ে করার ঘটনা। কিন্তু রিয়া মণ্ডলের দাবি, দেবাশিসের সঙ্গে সে ঘর করতে চায়না। দেবাডিসের,আচরণ খারাপ, মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। অভিযোগ অস্বীকার করে দেবাশিসের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তুকতাক করেই রিয়া একথা বলে বাধ্যে করেছে। দুপুর দুটো নাগাদ খাগড়া ফাঁড়ির পুলিশ,এসে দেবাশিসকে তুলে নিয়ে যায়। সাত বছরের প্রেমের শেষ পরিনতি জানতে উৎসুক এলাকার মানুষ।Conclusion:পুলিশ যুবককে তুলে নিয়ে যায় থানায়।
Last Updated : Oct 13, 2019, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.