ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক, গ্রেফতার 1 - One arrested in Burwan

পুলিশ সূত্রে খবর, প্রত্যয় ও মিনায় একটা আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল ৷ সেই সময়ই ওই আগ্নেয়াস্ত্র থেকে ভুলবশত গুলি চলে যায় ৷ গুলি লাগে প্রত্যয়ের গায়ে ৷

Burwan Police Station
ছবি
author img

By

Published : Jun 27, 2021, 6:18 PM IST

বড়ঞা, 27 জুন : মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলো এলাকায় শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মোবাইল মেকানিকের । মৃতের নাম প্রত্যয় ভট্টাচার্য (23) । ডাকবাংলো এলাকায় তাঁর একটি মোবাইল সারাইয়ের দোকান ছিল ৷ গুলিবিদ্ধ প্রত্যয়কে গতরাতে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিশ ৷

প্রত্যয় ভট্টাচার্য ডাকবাংলো এলাকায় মিনায় শেখের বাড়িতে ভাড়া থাকতেন ৷ পুলিশ ইতিমধ্যেই মিনায় শেখকে গ্রেফতার করেছে ৷ থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে । পুলিশ সূত্রে খবর, প্রত্যয় ও মিনায় একটা আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল ৷ সেই সময়ই ওই আগ্নেয়াস্ত্র থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায় ৷ গুলি লাগে প্রত্যয়ের গায়ে ৷ ঘটনার আকস্মিকতায় কী করবে না বুঝতে পেরে মিনায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রত্যয়কে ৷ সেখানে চিকিৎসক প্রত্যয়কে মৃত বলে ঘোষণা করেন ৷

রবিবার মিনায়কে আদালত পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয় । আদালত ধৃতের 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ৷

আরও পড়ুন : জোর করে নাবালিকাদের দেহ ব্যবসায় নামানোর ঘটনায় মূল পান্ডা গ্রেফতার

বড়ঞা, 27 জুন : মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলো এলাকায় শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মোবাইল মেকানিকের । মৃতের নাম প্রত্যয় ভট্টাচার্য (23) । ডাকবাংলো এলাকায় তাঁর একটি মোবাইল সারাইয়ের দোকান ছিল ৷ গুলিবিদ্ধ প্রত্যয়কে গতরাতে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিশ ৷

প্রত্যয় ভট্টাচার্য ডাকবাংলো এলাকায় মিনায় শেখের বাড়িতে ভাড়া থাকতেন ৷ পুলিশ ইতিমধ্যেই মিনায় শেখকে গ্রেফতার করেছে ৷ থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে । পুলিশ সূত্রে খবর, প্রত্যয় ও মিনায় একটা আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল ৷ সেই সময়ই ওই আগ্নেয়াস্ত্র থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায় ৷ গুলি লাগে প্রত্যয়ের গায়ে ৷ ঘটনার আকস্মিকতায় কী করবে না বুঝতে পেরে মিনায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রত্যয়কে ৷ সেখানে চিকিৎসক প্রত্যয়কে মৃত বলে ঘোষণা করেন ৷

রবিবার মিনায়কে আদালত পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয় । আদালত ধৃতের 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ৷

আরও পড়ুন : জোর করে নাবালিকাদের দেহ ব্যবসায় নামানোর ঘটনায় মূল পান্ডা গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.