ETV Bharat / state

Murder in Murshidabad: বহরমপুরে প্রকাশ্যে খুন যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেম ! - যুবককে কুপিয়ে খুন

বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ । পলাতক দুষ্কৃতীরা ৷ যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

ETV Bharat
বহরমপুরে যুবক খুন
author img

By

Published : Aug 4, 2023, 1:19 PM IST

বহরমপুর, 4 অগস্ট: প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুরে ৷ মৃত যুবকের নাম টিঙ্কু শেখ (24) ৷ তাঁর বাড়ি বহরমপুরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কে বা কারা এই খুন করেছে, তা এখনও জানা যায়নি ৷ মৃতের পরিবারও এ বিষয়ে কিছু বলেনি ৷

তবে পুলিশ সূত্রে অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই যুবককে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রিংরোড এলাকায় ভর সন্ধ্যায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে যুবক টিঙ্কু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ৷

স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কে বা কারা কী উদ্দেশ্যে তাঁকে এইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

এদিন হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার ৷ তাঁর দিদি রেজিনা বিবি জানান, এদিন দুপুরে খাওয়ার পর বাড়িতে ঘুমিয়ে ছিল টিঙ্কু শেখ ৷ শরীর খারাপ বলে এদিন নমাজ পড়তে মসজিদেও যাননি তিনি ৷ সন্ধ্যা নাগাদ কারও ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান টিঙ্কু ৷

আরও পড়ুন: মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে 'খুন' শ্রমিক

রাত আটটা নাগাদ বাড়িতে খবর আসে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে টিঙ্কু শেখকে ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিঙ্কুকে মৃত অবস্থায় দেখে ৷ পুলিশের প্রাথমিক অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন টিঙ্কু ৷ যদিও টিঙ্কু শেখের দিদি ও দাদা বারবার দাবি করেছেন, তাঁর সঙ্গে এলাকার কারও শত্রুতা ছিল না ৷ টিঙ্কু এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ৷

বহরমপুর, 4 অগস্ট: প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুরে ৷ মৃত যুবকের নাম টিঙ্কু শেখ (24) ৷ তাঁর বাড়ি বহরমপুরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কে বা কারা এই খুন করেছে, তা এখনও জানা যায়নি ৷ মৃতের পরিবারও এ বিষয়ে কিছু বলেনি ৷

তবে পুলিশ সূত্রে অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই যুবককে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রিংরোড এলাকায় ভর সন্ধ্যায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে যুবক টিঙ্কু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ৷

স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কে বা কারা কী উদ্দেশ্যে তাঁকে এইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

এদিন হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার ৷ তাঁর দিদি রেজিনা বিবি জানান, এদিন দুপুরে খাওয়ার পর বাড়িতে ঘুমিয়ে ছিল টিঙ্কু শেখ ৷ শরীর খারাপ বলে এদিন নমাজ পড়তে মসজিদেও যাননি তিনি ৷ সন্ধ্যা নাগাদ কারও ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান টিঙ্কু ৷

আরও পড়ুন: মদ কেনার জন্য 50 টাকা না দেওয়ায় বন্ধুর হাতে 'খুন' শ্রমিক

রাত আটটা নাগাদ বাড়িতে খবর আসে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে টিঙ্কু শেখকে ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিঙ্কুকে মৃত অবস্থায় দেখে ৷ পুলিশের প্রাথমিক অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন টিঙ্কু ৷ যদিও টিঙ্কু শেখের দিদি ও দাদা বারবার দাবি করেছেন, তাঁর সঙ্গে এলাকার কারও শত্রুতা ছিল না ৷ টিঙ্কু এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.