ETV Bharat / state

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু যুবকের - মুর্শিদাবাদ

মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, পাচারকারী সন্দেহে গুলি চালায় বিএসএফ ৷ অন্যদিকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএসএফের তরফে জানানো হয়, গবাদি পশু পাচারের সময় পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময় হয় ৷ তখনই গুলি লাগে ওই যুবকের ৷

মৃত যুবক
মৃত যুবক
author img

By

Published : Dec 3, 2020, 4:15 PM IST

রানিনগর, 3 ডিসেম্বর : বিএসএফের গুলিতে মৃত্যু হল যুবকের । মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে সাগরপাড়া বিওপি এলাকার ঘটনা ।

141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ওই যুবকের । পরিবারের অভিযোগ, জমি থেকে চাষের কাজ সেরে ফেরার সময় পাচারকারী সন্দেহে তাকে গুলি চালায় বিএসএফ । যদিও বিএসএফের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, গবাদি পশু পাচারের সময় পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় ওই যুবকের গুলি লাগে ৷ ঘটনাস্থান থেকে কয়েকটি গবাদি পশু এবং বোমা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর ৷

মৃত যুবকের নাম হাসিবুর রহমান ৷ বাড়ি সাগরপাড়া এলাকাতেই ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে প্রথমে সাগরপাড়া হাসপাতালে ভরতি করা হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

রানিনগর, 3 ডিসেম্বর : বিএসএফের গুলিতে মৃত্যু হল যুবকের । মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে সাগরপাড়া বিওপি এলাকার ঘটনা ।

141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ওই যুবকের । পরিবারের অভিযোগ, জমি থেকে চাষের কাজ সেরে ফেরার সময় পাচারকারী সন্দেহে তাকে গুলি চালায় বিএসএফ । যদিও বিএসএফের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, গবাদি পশু পাচারের সময় পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় ওই যুবকের গুলি লাগে ৷ ঘটনাস্থান থেকে কয়েকটি গবাদি পশু এবং বোমা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর ৷

মৃত যুবকের নাম হাসিবুর রহমান ৷ বাড়ি সাগরপাড়া এলাকাতেই ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে প্রথমে সাগরপাড়া হাসপাতালে ভরতি করা হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.