ETV Bharat / state

ফরাক্কা ব্যারেজের উপর ট্রেনের ধাক্কায় মৃত যুবক, প্রশ্ন নিরাপত্তা নিয়ে - ফরাক্কা

বুধবার ব্যারেজের 106 নম্বর লকগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের । কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কীভাবে যুবক ব্যারেজের উপরের রেল লাইনে উঠে পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠেছে ।

young-man-died-in-train-collision-at-farakka-barrage-allegations-of-negligence-of-security
young-man-died-in-train-collision-at-farakka-barrage-allegations-of-negligence-of-security
author img

By

Published : Jan 27, 2021, 1:47 PM IST

ফরাক্কা, 27 জানুয়ারি : ফরাক্কা ব্যারেজের উপর রেল দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যুতে প্রশ্ন উঠছে ফরাক্কার নিরাপত্তা নিয়ে ৷ কাঠগড়ায় তোলা হচ্ছে রেলের নিরাপত্তাকর্মীদের ।

বুধবার ফরাক্কা ব্যারেজের 106 নম্বর লকগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের । ওই যুবক কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কীভাবে ব্যারেজের রেল লাইনে উঠে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ । এমনিতে আন্তর্জাতিক অবস্থানের কারণে ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা আঁটোসাটো । ব্রিজের দুই প্রান্তে ও ব্রিজের উপর মোতায়েন থাকে একাধিক সিআরপিএফ জওয়ান । ব্রিজ থেকে যাতে কেউ ছবি তুলতে না পারে সেই বিষয়েও কড়া নিয়ম রয়েছে ৷ নজর রাখেন নিরাপত্তা কর্মীরা । পায়ে হেঁটে ব্রিজ পারাপারেও নিষেধাজ্ঞা রয়েছে । ফারাক্কা ব্রিজের দক্ষিণ দিকে রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক । তার পাশেই রয়েছে মালদা ডিভিশনের রেলের ডাবল লাইন । নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ব্রিজে ওঠা কার্যত অসম্ভব । তারপরেও অজ্ঞাত পরিচয় ওই যুবক কীভাবে ব্রিজের উপরের রেললাইনে উঠল তা নিয়েই প্রশ্ন উঠছে ।

আরও পড়ুন : চলতি সপ্তাহেই ফের শুরু দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ

প্রজাতন্ত্র দিবসের আগে নিউ ফরাক্কা স্টেশন-সহ চারটি স্টেশনে জঙ্গি নাশকতার হুমকি দেওয়া হয়েছিল ৷ হুমকি দিয়েছিল আল কায়েদা ও জেএমবি । এরমধ্যে ফরাক্কা ব্যারেজের উপর রেল দুর্ঘটনায় ব্রিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷ কাঠগড়াই তোলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের ।

ফরাক্কা, 27 জানুয়ারি : ফরাক্কা ব্যারেজের উপর রেল দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যুতে প্রশ্ন উঠছে ফরাক্কার নিরাপত্তা নিয়ে ৷ কাঠগড়ায় তোলা হচ্ছে রেলের নিরাপত্তাকর্মীদের ।

বুধবার ফরাক্কা ব্যারেজের 106 নম্বর লকগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের । ওই যুবক কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কীভাবে ব্যারেজের রেল লাইনে উঠে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ । এমনিতে আন্তর্জাতিক অবস্থানের কারণে ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা আঁটোসাটো । ব্রিজের দুই প্রান্তে ও ব্রিজের উপর মোতায়েন থাকে একাধিক সিআরপিএফ জওয়ান । ব্রিজ থেকে যাতে কেউ ছবি তুলতে না পারে সেই বিষয়েও কড়া নিয়ম রয়েছে ৷ নজর রাখেন নিরাপত্তা কর্মীরা । পায়ে হেঁটে ব্রিজ পারাপারেও নিষেধাজ্ঞা রয়েছে । ফারাক্কা ব্রিজের দক্ষিণ দিকে রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক । তার পাশেই রয়েছে মালদা ডিভিশনের রেলের ডাবল লাইন । নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ব্রিজে ওঠা কার্যত অসম্ভব । তারপরেও অজ্ঞাত পরিচয় ওই যুবক কীভাবে ব্রিজের উপরের রেললাইনে উঠল তা নিয়েই প্রশ্ন উঠছে ।

আরও পড়ুন : চলতি সপ্তাহেই ফের শুরু দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ

প্রজাতন্ত্র দিবসের আগে নিউ ফরাক্কা স্টেশন-সহ চারটি স্টেশনে জঙ্গি নাশকতার হুমকি দেওয়া হয়েছিল ৷ হুমকি দিয়েছিল আল কায়েদা ও জেএমবি । এরমধ্যে ফরাক্কা ব্যারেজের উপর রেল দুর্ঘটনায় ব্রিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷ কাঠগড়াই তোলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.