ETV Bharat / state

Yaba Tablet Recovered: রঘুনাথগঞ্জে লরিতে তল্লাশি, চায়ের পেটির আড়ালে মিলল কোটি টাকার ইয়াবা ট্যাবলেট - Yaba

অসম থেকে বাংলাদেশের পথে যাচ্ছিল ইয়াবা ট্যাবলেট ৷ পথে লরিতে তল্লাশি চালাতেই পেটি থেকে বের হল হাজার হাজার মাদক ট্যাবলেট (Yaba Recovered) ৷

Yaba Tablet in Jangipur
জঙ্গিপুরে ইয়াবা ট্যাবলেট
author img

By

Published : Aug 11, 2022, 7:33 PM IST

জঙ্গিপুর, 11 অগস্ট: চায়ের লরিতে গোপনে ইয়াবা পাচার ৷ 34 নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার তালায় মোড়ে লরিতে মিলল ইয়াবা ট্যাবলেট ৷ রঘুনাথগঞ্জ থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে (Yaba worth crores recovered from Jangipur Murshidabad) ৷

34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার তালায় মোড়ে লরিটি তল্লাশি চালায় পুলিশ ৷ তাতে মাদক ট্যাবলেটগুলির খোঁজ পায় পুলিশ । ধৃতদের নাম বিশ্বজিৎ সরকার ও সঞ্জয় দাস । দু'জনেরই বাড়ি নদিয়া জেলার হাঁসখালি এলাকায় ।

অসম থেকে চায়ের পেটির আড়ালে পাচার করা হচ্ছিল মাদক ইয়াবা । গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং বসিয়ে তালাই মোড়ে তল্লাশি শুরু করে । সেখানেই একটি লরি থেকে মেলে 40 হাজার ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ।

আরও পড়ুন: কোচবিহার সীমান্তে কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 2

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, অসম থেকে মাদক ট্যাবলেট নদিয়া হয়ে বাংলাদেশ পাচার করা হত । ধৃতরা নিজেরাই বাংলাদেশ পাচার করত নাকি অন্য কেউ করত, তা খতিয়ে দেখছে পুলিশ । মাসখানেক আগে অন্তর্বাসের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ফরাক্কায় দুই মধ্যবয়সী মহিলাকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । তাদের বাড়িও নদিয়ায় । দু'টি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ । ধৃতদের আদালতে তোলা হয়েছে ৷

জঙ্গিপুর, 11 অগস্ট: চায়ের লরিতে গোপনে ইয়াবা পাচার ৷ 34 নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার তালায় মোড়ে লরিতে মিলল ইয়াবা ট্যাবলেট ৷ রঘুনাথগঞ্জ থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে (Yaba worth crores recovered from Jangipur Murshidabad) ৷

34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার তালায় মোড়ে লরিটি তল্লাশি চালায় পুলিশ ৷ তাতে মাদক ট্যাবলেটগুলির খোঁজ পায় পুলিশ । ধৃতদের নাম বিশ্বজিৎ সরকার ও সঞ্জয় দাস । দু'জনেরই বাড়ি নদিয়া জেলার হাঁসখালি এলাকায় ।

অসম থেকে চায়ের পেটির আড়ালে পাচার করা হচ্ছিল মাদক ইয়াবা । গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং বসিয়ে তালাই মোড়ে তল্লাশি শুরু করে । সেখানেই একটি লরি থেকে মেলে 40 হাজার ইয়াবা ট্যাবলেট । যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ।

আরও পড়ুন: কোচবিহার সীমান্তে কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 2

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, অসম থেকে মাদক ট্যাবলেট নদিয়া হয়ে বাংলাদেশ পাচার করা হত । ধৃতরা নিজেরাই বাংলাদেশ পাচার করত নাকি অন্য কেউ করত, তা খতিয়ে দেখছে পুলিশ । মাসখানেক আগে অন্তর্বাসের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ফরাক্কায় দুই মধ্যবয়সী মহিলাকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স । তাদের বাড়িও নদিয়ায় । দু'টি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ । ধৃতদের আদালতে তোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.