ETV Bharat / state

আব্বার বাড়ি থেকে টাকা না আনায় বিবিকে পুড়িয়ে মারার অভিযোগ

রঘুনাথগঞ্জের কাটাখালি বিলপাড়ার বাসিন্দা বিলু শেখের প্রথম পক্ষের বিবি তাকে ছেড়ে চলে যায় ৷ কয়েক বছর পর রঘুনাথগঞ্জের সম্মতিনগর এলাকার বাসিন্দা আনিকুল শেখের মেয়ে নাজ়রিনের সঙ্গে বিলুর নিকাহ হয় ৷ অভিযোগ, আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিয়ে নাজ়রিনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত বিলু ।  10 ডিসেম্বর নাজ়রিন অগ্নিদগ্ধ হয় । বিবির গায়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিলু ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে ।

photo
ছবি
author img

By

Published : Dec 26, 2019, 11:18 PM IST

জঙ্গিপুর , 26 ডিসেম্বর : পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ মৃতের নাম নাজ়রিন সুলতানা (21) ৷ ঘটনাটি রঘুনাথগঞ্জ থানার বিলপাড়ার ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ৷ যুবতির দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

রঘুনাথগঞ্জের কাটাখালি বিলপাড়ার বাসিন্দা বিলু শেখের প্রথম পক্ষের বিবি তাকে ছেড়ে চলে যায় ৷ কয়েক বছর পর রঘুনাথগঞ্জের সম্মতিনগর এলাকার বাসিন্দা আনিকুল শেখের মেয়ে নাজ়রিনের সঙ্গে বিলুর নিকাহ হয় ৷ অভিযোগ, আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিয়ে নাজ়রিনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত বিলু । 10 ডিসেম্বর নাজ়রিন অগ্নিদগ্ধ হয় । বিবির গায়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিলু ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে ।

নাজ়রিনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে গেলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে 10 দিন ভরতি থাকার পরে নাজ়রিনের অবস্থার অবনতি হয় । 20 ডিসেম্বর নাজ়রিনকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় ফের তাঁকে রঘুনাথগঞ্জের বাড়িতে ফিরিয়ে আনা হয় । সেখানে বুধবার রাত দু'টো নাগাদ তাঁর মৃত্যু হয় ।

জঙ্গিপুর , 26 ডিসেম্বর : পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ মৃতের নাম নাজ়রিন সুলতানা (21) ৷ ঘটনাটি রঘুনাথগঞ্জ থানার বিলপাড়ার ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ৷ যুবতির দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

রঘুনাথগঞ্জের কাটাখালি বিলপাড়ার বাসিন্দা বিলু শেখের প্রথম পক্ষের বিবি তাকে ছেড়ে চলে যায় ৷ কয়েক বছর পর রঘুনাথগঞ্জের সম্মতিনগর এলাকার বাসিন্দা আনিকুল শেখের মেয়ে নাজ়রিনের সঙ্গে বিলুর নিকাহ হয় ৷ অভিযোগ, আব্বার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিয়ে নাজ়রিনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত বিলু । 10 ডিসেম্বর নাজ়রিন অগ্নিদগ্ধ হয় । বিবির গায়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বিলু ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে ।

নাজ়রিনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে গেলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে 10 দিন ভরতি থাকার পরে নাজ়রিনের অবস্থার অবনতি হয় । 20 ডিসেম্বর নাজ়রিনকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় ফের তাঁকে রঘুনাথগঞ্জের বাড়িতে ফিরিয়ে আনা হয় । সেখানে বুধবার রাত দু'টো নাগাদ তাঁর মৃত্যু হয় ।

Intro:গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী শাশুড়ির বিরুদ্ধে। পলাতক অভিযুক্তরা। Body:জঙ্গিপুর: গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রঘুনাথগঞ্জে থানার কাটাখালি বিলপাড়ায়। মৃত ওই গৃহবধূর নাম নাজরিন সুলতানা( ২১)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী ও শ্বাশুড়ি। বৃহস্পতিবার ওই গৃহবধূর দেহ  জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ।

  কাটাখালি বিলপাড়ার বাসিন্দা বেলু শেখের নামে নানারকম অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মদ্যপান ও অত্যাচারের কারণে প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করে। তারপরেই বছর খানেক আগে রঘুনাথগঞ্জের সম্মতিনগর এলাকার আনিকুল শেখের মেয়ে নাজরিন সুলতানাকে বিয়ে করে বেলু শেখ। অভিযোগ প্রথম তিন মাস ভালোভাবে চললেও তারপরেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে সম্পর্কে তিক্ততা আসে। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। যখনতখন মারধরের পাশাপাশি বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনতে চাপও দিত বেলু। কিন্তু বাবার বাড়ি থেকে পর্যাপ্ত টাকা দিতে না পারার কারণে গত ১০ ডিসেম্বর স্বামী বেলু শেখ ও তার শ্বাশুড়ি নাজরিন সুলতানাকে ঘরের ভিতরে বন্দি করে গায়ে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে গেলে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দশদিন ভর্তি থাকলেও পরিস্থিতি অবনতি হওয়ায় গত ২০ ডিসেম্বর নাজরিনকে কলকাতা স্থানান্তরিত করা হয়। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় কলকাতায় চিকিৎসা করতে নিয়ে যেতে না পেরে অবশেষে রঘুনাথগঞ্জের বাড়িতে নিয়ে আসা হয় নাজরিনকে। অসুস্থ অবস্থায় থাকাকালীন বুধবার রাত দুটো নাগাদ তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, স্বামী ও শ্বশুর পলাতক। ঘটনার তদন্ত করা হচ্ছে।Conclusion:ঘটনায় চাঞ্চল্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.