সুতি, 21 সেপ্টেম্বর : টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত এক মহিলা ও তার মেয়ে। ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার সাজুরমোড় এলাকার ।
জানা গিয়েছে, ছাবঘাঁটি এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন ডলি বিবি নামে এক মহিলা । বাসের ভাড়া দিতে গিয়ে দেখেন তাঁর ব্যাগ থেকে প্রায় 4 হাজার টাকা নেই । এরপরই সন্দেহ হয় পাশে বসা এক মহিলা ও তার মেয়ের উপর । প্রথমে দুজনেই অস্বীকার করে । এরপর বাস থামিয়ে তল্লাশি চালানো হয় । যাত্রীদের দাবি, ওই মহিলার মেয়ের কাছ থেকে উদ্ধার হয় টাকা ।
ডলি বিবি কালিয়াচকের বাসিন্দা । তিনি বলেন, " বাসে ওঠার সময় মা মেয়ে দুজনে আমাকে বিশ্রীভাবে ঘিরে ধরে । তখনই ব্যাগ হাতানোর চেষ্টা করেছিল । মহিলার কোলে বাচ্চা ছেলে থাকায় প্রথমে কেউ সন্দেহ করেনি । পরে তার বড় মেয়েকে তল্লাশি করেই টাকা উদ্ধার হয়। তল্লাশি চালানোর সময়ই টাকা বাসের সিটের তলায় ফেলে দিয়েছিল । " এরপরই খবর দেওয়া হয় সুতি থানায় । পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দুজনকে ।
প্রাথমিক জেরায় সুতি থানার পুলিশ জানতে পেরেছে, ধৃতদের বাড়ি সুতি থানা এলাকাতেই। মহিলা স্বামী পরিত্যক্তা । স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই জঙ্গিপুর মালদা রুটের গাড়িতে যাতায়াত করত। সব সময় বড় মেয়ে এবং কোলে ছোটো মেয়ে সঙ্গে থাকত। যাতে সন্দেহ না হয়। তবে, এলাকায় অপবাদ থাকলেও এর আগে পুলিশের খাতায় নাম ওঠেনি বলেই জানিয়েছে পুলিশ । পারিবারিক অসহায় অবস্থার কারণেই এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে ।