ETV Bharat / state

Resignation Withdrawn: ইস্তফা দেওয়ার 3 দিনের মধ্যেই প্রত্যাহার প্রধান, উপপ্রধান-সহ 17 পঞ্চায়েত সদস্যের - PM Awas Yojana

আবাস যোজনা দুর্নীতি (PM Awas Yojana)-র বিরুদ্ধে সরব হয়ে ইস্তফা জমা দেওয়ার 3 দিনের মধ্যেই তা প্রত্যাহার (Resignation Withdrawn) করে নিলেন মালিহাটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 17 জন পঞ্চায়েত সদস্য (Murshidabad News)৷

panchayat members ETV Bharat
পঞ্চায়েত প্রধান
author img

By

Published : Dec 27, 2022, 8:18 PM IST

Updated : Dec 27, 2022, 9:16 PM IST

মুর্শিদাবাদ, 27 ডিসেম্বর: রীতিমতো জলঘোলা পরিস্থিতি চলছে মুর্শিদাবাদের মালিহাটি পঞ্চায়েতের ঘটনাকে কেন্দ্র করে । মঙ্গলবার ভরতপুর 2-এর বিডিও আশিস মণ্ডলের কাছে গিয়ে ইস্তফা প্রদানকারী সকলেই তাঁদের ইস্তফা পত্র তুলে নিলেন (Murshidabad News)।

শনিবার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ 17 জন আবাস যোজনা দুর্নীতির (PM Awas Yojana) বিরুদ্ধে সরব হয়ে ইস্তফা প্রদান করেছিলেন (Resignation Withdrawn)। ছুটির দিন হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি । সোমবার বহরমপুর জেলা তৃণমুল কার্যালয়ে জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়ের সঙ্গে বৈঠক করার পর 11 জন ইস্তফা থেকে নাম তুলে নেন । মঙ্গলবার বাকিরাও এসে ইস্তফা বাতিল করে দেন । বুধবার থেকে কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তাঁরা ।

বিডিওর সঙ্গে কথা বলার পর পঞ্চায়েত প্রধান শেখ নাসিরুদ্দিন জানান, "জেলা নেত্রীর সঙ্গে কথা বলেছি ৷ তিনি জানিয়েছেন, যাঁরা প্রকৃত ঘর পাওয়ার জন্য যোগ্য, তাঁদের চিহ্নিত করে আধিকারিকদের জানিয়ে দেবেন । সে কারণেই সকলে ইস্তফা বাতিল করতে বিডিওর কাছে এসেছিলেন ।"

মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের অন্তর্গত মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 17 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য গণ ইস্তফা দিয়েছিলেন শনিবার । যখন আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভরতপুরের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

সোমবার 11 জন নাম তুলে নিলেও পঞ্চায়েত প্রধান রাজি ছিলেন না । তবে আজ প্রধান-সহ বাকিরা ইস্তফা তুলে নেন । কোনও রকম চাপের মুখে পড়ে ইস্তফা তুললেন কি না, সে বিষয়ে কেউই মুখ খোলেননি । পঞ্চায়েত প্রধান শুধু জানান, জেলা নেত্রীর আশ্বাসে তাঁরা 17 জনই ইস্তফা তুলে নিয়েছেন ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে শোরগোল চলছে ৷ যোগ্যদের বঞ্চিত করে শাসকদলের নেতা বা তাঁদের আত্মীয়-পরিজনেরাই এই প্রকল্পে নিজেদের নাম তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এই নিয়ে শাসকদলকে একহাত নিয়েছেন বিরোধীরা ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

মুর্শিদাবাদ, 27 ডিসেম্বর: রীতিমতো জলঘোলা পরিস্থিতি চলছে মুর্শিদাবাদের মালিহাটি পঞ্চায়েতের ঘটনাকে কেন্দ্র করে । মঙ্গলবার ভরতপুর 2-এর বিডিও আশিস মণ্ডলের কাছে গিয়ে ইস্তফা প্রদানকারী সকলেই তাঁদের ইস্তফা পত্র তুলে নিলেন (Murshidabad News)।

শনিবার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ 17 জন আবাস যোজনা দুর্নীতির (PM Awas Yojana) বিরুদ্ধে সরব হয়ে ইস্তফা প্রদান করেছিলেন (Resignation Withdrawn)। ছুটির দিন হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি । সোমবার বহরমপুর জেলা তৃণমুল কার্যালয়ে জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়ের সঙ্গে বৈঠক করার পর 11 জন ইস্তফা থেকে নাম তুলে নেন । মঙ্গলবার বাকিরাও এসে ইস্তফা বাতিল করে দেন । বুধবার থেকে কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তাঁরা ।

বিডিওর সঙ্গে কথা বলার পর পঞ্চায়েত প্রধান শেখ নাসিরুদ্দিন জানান, "জেলা নেত্রীর সঙ্গে কথা বলেছি ৷ তিনি জানিয়েছেন, যাঁরা প্রকৃত ঘর পাওয়ার জন্য যোগ্য, তাঁদের চিহ্নিত করে আধিকারিকদের জানিয়ে দেবেন । সে কারণেই সকলে ইস্তফা বাতিল করতে বিডিওর কাছে এসেছিলেন ।"

মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের অন্তর্গত মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 17 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য গণ ইস্তফা দিয়েছিলেন শনিবার । যখন আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভরতপুরের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

সোমবার 11 জন নাম তুলে নিলেও পঞ্চায়েত প্রধান রাজি ছিলেন না । তবে আজ প্রধান-সহ বাকিরা ইস্তফা তুলে নেন । কোনও রকম চাপের মুখে পড়ে ইস্তফা তুললেন কি না, সে বিষয়ে কেউই মুখ খোলেননি । পঞ্চায়েত প্রধান শুধু জানান, জেলা নেত্রীর আশ্বাসে তাঁরা 17 জনই ইস্তফা তুলে নিয়েছেন ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে শোরগোল চলছে ৷ যোগ্যদের বঞ্চিত করে শাসকদলের নেতা বা তাঁদের আত্মীয়-পরিজনেরাই এই প্রকল্পে নিজেদের নাম তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এই নিয়ে শাসকদলকে একহাত নিয়েছেন বিরোধীরা ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

Last Updated : Dec 27, 2022, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.