ETV Bharat / state

TMC Leader Killed: নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার 6 ! পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পঞ্চায়েত প্রধান স্ত্রী - মতিরুল ইসলাম খুনে গ্রেফতার 6

মুর্শিদাবাদে বাড়ি ফেরার পথে খুন হন করিমপুরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলাম ৷ তাঁর স্ত্রী নারায়ণপুর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা বিশ্বাস ৷ তিনি এই খুনের তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন (Karimpur TMC Leader Wife raises question over investigation) ৷

TMC Leader Murder
ETV Bharat
author img

By

Published : Dec 4, 2022, 3:15 PM IST

বহরমপুর, 4 ডিসেম্বর: নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনে আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ । এদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরু থেকে ৷ এ নিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ তবে পুলিশের ভূমিকায় খুশি নন মৃতের স্ত্রী তথা নারায়ণপুর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা বিশ্বাস (Wife of Killed TMC Leader raises question over Police investigation) ৷ পঞ্চায়েত প্রধান বলেন, "এখনও পর্যন্ত যে ছ'জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কারও নাম এফআইআর কপিতে নেই ৷ পুলিশ নিজেদের মর্জি মতো ধরপাকড় করছে ৷ প্রকৃত দোষীরা খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে ৷"

গত 24 নভেম্বর সন্ধ্যায় নওদা থানার শিবনগরে দুষ্কৃতীদের বোমা-গুলিতে নিহত হন করিমপুরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলাম ৷ নওদায় ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে বোমা ছোড়ে, এমনকী পাঁচ রাউন্ড গুলিও চালানো হয় ৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার ৷

আরও পড়ুন: গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

ইটভাটার মালিকানা সংক্রান্ত বিবাদের পাশাপাশি এই খুনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গটিও উঠে আসে ৷ ঘটনায় নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খানের ভাগ্নে সফিউর জামান শেখ ওরফে হাবিব শেখের নাম জড়িয়েছে ৷ এছাড়া মুর্শিদাবাদের ফিরোজ শেখের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায় ৷ ফিরোজ হাবিব শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ খুনের ঘটনার পরদিন নওদা থানায় 10 জনের নামে অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী রিনা বিশ্বাস ৷ সেই তালিকায় প্রভাবশালী দুই তৃণমূল নেতা-নেত্রীরও নাম রয়েছে ৷

26 নভেম্বর দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ গত শুক্রবার রাতে নদিয়ার মুরুটিয়া থেকে গ্রেফতার করা হয় কিতাব মণ্ডল নামে এক অভিযুক্তকে ৷ ওই রাতে থানারপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় আসান শেখ ৷ অন্যদিকে বেঙ্গালুরু থেকে আরও দু'জনকে গ্রেফতার করা রাজ্যে নিয়ে এসেছে পুলিশ ৷ যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নামগুলি প্রকাশ করতে চায়নি পুলিশ ৷ এদিকে খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলতে শুরু করেছে মৃতের পরিবার ৷ পুলিশ প্রকৃত তদন্ত করছে না বলে অভিযোগ মৃতের স্ত্রী তথা পঞ্চায়েত প্রধান রিনা বিশ্বাসের ।

আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে দলীয় সাংসদের ভাগ্নের নামেই এফআইআর দায়ের

বহরমপুর, 4 ডিসেম্বর: নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনে আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ । এদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরু থেকে ৷ এ নিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ তবে পুলিশের ভূমিকায় খুশি নন মৃতের স্ত্রী তথা নারায়ণপুর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা বিশ্বাস (Wife of Killed TMC Leader raises question over Police investigation) ৷ পঞ্চায়েত প্রধান বলেন, "এখনও পর্যন্ত যে ছ'জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কারও নাম এফআইআর কপিতে নেই ৷ পুলিশ নিজেদের মর্জি মতো ধরপাকড় করছে ৷ প্রকৃত দোষীরা খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে ৷"

গত 24 নভেম্বর সন্ধ্যায় নওদা থানার শিবনগরে দুষ্কৃতীদের বোমা-গুলিতে নিহত হন করিমপুরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলাম ৷ নওদায় ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে বোমা ছোড়ে, এমনকী পাঁচ রাউন্ড গুলিও চালানো হয় ৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার ৷

আরও পড়ুন: গুলি করে ও বোমা মেরে নওদায় তৃণমূল নেতাকে খুন, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

ইটভাটার মালিকানা সংক্রান্ত বিবাদের পাশাপাশি এই খুনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গটিও উঠে আসে ৷ ঘটনায় নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খানের ভাগ্নে সফিউর জামান শেখ ওরফে হাবিব শেখের নাম জড়িয়েছে ৷ এছাড়া মুর্শিদাবাদের ফিরোজ শেখের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায় ৷ ফিরোজ হাবিব শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ খুনের ঘটনার পরদিন নওদা থানায় 10 জনের নামে অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী রিনা বিশ্বাস ৷ সেই তালিকায় প্রভাবশালী দুই তৃণমূল নেতা-নেত্রীরও নাম রয়েছে ৷

26 নভেম্বর দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ গত শুক্রবার রাতে নদিয়ার মুরুটিয়া থেকে গ্রেফতার করা হয় কিতাব মণ্ডল নামে এক অভিযুক্তকে ৷ ওই রাতে থানারপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় আসান শেখ ৷ অন্যদিকে বেঙ্গালুরু থেকে আরও দু'জনকে গ্রেফতার করা রাজ্যে নিয়ে এসেছে পুলিশ ৷ যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নামগুলি প্রকাশ করতে চায়নি পুলিশ ৷ এদিকে খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলতে শুরু করেছে মৃতের পরিবার ৷ পুলিশ প্রকৃত তদন্ত করছে না বলে অভিযোগ মৃতের স্ত্রী তথা পঞ্চায়েত প্রধান রিনা বিশ্বাসের ।

আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে দলীয় সাংসদের ভাগ্নের নামেই এফআইআর দায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.