ETV Bharat / state

সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা - west bengal assembly election 2021

ভোট আবহে সামশেরগঞ্জ থেকে উদ্ধার হল জার ভর্তি তাজা বোমা ৷ গতকালের পর ফের বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাস্থানে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড ৷

এভাবেই মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে জার ভর্তি বোমা
এভাবেই মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে জার ভর্তি বোমা
author img

By

Published : Mar 18, 2021, 2:27 PM IST

সামশেরগঞ্জ, 18 মার্চ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সিকদারপুরে উদ্ধার হল জার ভর্তি তাজা বোমা ৷ বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে এক ব্যক্তিকে আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ব্যক্তির নাম সাবির শেখ ৷

ভোট আবহে ইতিমধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদ ৷ তার মধ্যে গতকালই হরিহরপাড়া, রঘুনাথগঞ্জ, কান্দি থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা ৷ তারপর ফের আজ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা

সিকদারপুরের গ্রামবাসীরা জানিয়েছে, গতকাল সাবির শেখের সঙ্গে তার প্রতিবেশীর ঝামেলা বাঁধে ৷ তখনই বাড়ির পিছন থেকে বোমা নিয়ে আসে সে ৷ গ্রামবাসীদের দাবি, ভোটের সময় এলাকায় চাঞ্চল্য ছড়াতেই বাড়ির পিছনে জার ভর্তি বোমা মজুত রেখেছিল সে ৷ গ্রামবাসীরাই প্রথম পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে এলাকারই এক বাসিন্দা লিটন শেখের বাড়ির পিছনের অংশে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মাটি খুঁড়ে জারের মধ্যে থেকে 30 টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য সাবির শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর , সিকদারপুরের গ্রামবাসীই প্রথম পুলিশে খবর দেয় ৷ পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। বোম্ব স্কোয়াড বোমাগুলি নিস্ক্রিয় করে ৷

আরও পড়ুন : গীতালদহে ব্যাপক বোমাবাজি, জখম 2

সামশেরগঞ্জ, 18 মার্চ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সিকদারপুরে উদ্ধার হল জার ভর্তি তাজা বোমা ৷ বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে এক ব্যক্তিকে আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ব্যক্তির নাম সাবির শেখ ৷

ভোট আবহে ইতিমধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদ ৷ তার মধ্যে গতকালই হরিহরপাড়া, রঘুনাথগঞ্জ, কান্দি থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা ৷ তারপর ফের আজ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা

সিকদারপুরের গ্রামবাসীরা জানিয়েছে, গতকাল সাবির শেখের সঙ্গে তার প্রতিবেশীর ঝামেলা বাঁধে ৷ তখনই বাড়ির পিছন থেকে বোমা নিয়ে আসে সে ৷ গ্রামবাসীদের দাবি, ভোটের সময় এলাকায় চাঞ্চল্য ছড়াতেই বাড়ির পিছনে জার ভর্তি বোমা মজুত রেখেছিল সে ৷ গ্রামবাসীরাই প্রথম পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে এলাকারই এক বাসিন্দা লিটন শেখের বাড়ির পিছনের অংশে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মাটি খুঁড়ে জারের মধ্যে থেকে 30 টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য সাবির শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর , সিকদারপুরের গ্রামবাসীই প্রথম পুলিশে খবর দেয় ৷ পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। বোম্ব স্কোয়াড বোমাগুলি নিস্ক্রিয় করে ৷

আরও পড়ুন : গীতালদহে ব্যাপক বোমাবাজি, জখম 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.