মুর্শিদাবাদ, 19 ফেব্রুয়ারি : কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল । মাইক হাতে নিয়ে অধীর চৌধুরির পাশে দাড়িয়ে ঘোষণা করলেন, লড়াই হবে খেলার মাঠে । রাজনৈতিক ময়দানে । তাসের ঘরের মতো ভাঙব মুর্শিদাবাদের তৃণমূলকে ।
মোশারফ হোসেনের দলবদলের খবর মাস দু'য়েক থেকেই বাতাসে ভাসছিল । শুধু সময়ের অপেক্ষায় ছিল । শুক্রবার বহরমপুর টেক্সটাইল মোড়ের জনসভায় অধীর চৌধুরি হাত থেকে তুলে নিলেন কংগ্রেসের পতাকা । একই সঙ্গে যোগদান করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন ।
![West Bengal Assembly Election 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-msd-zpsabhadipati-joincong-03-wb10031_19022021165223_1902f_1613733743_373.jpg)
এদিন কয়েকশো অনুগামীকে সঙ্গে নিয়ে মোশারফ হোসেন প্রত্যাবর্তন করলেন কংগ্রেসে । দলে যোগদান করে বলেন, "সেই সময় বিভিন্ন চাপে পড়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়েছিল । কিন্তু মন থেকে মেনে নিতে পারিনি । অধীর চৌধুরির নেতৃত্বে এই জেলায় তৃণমূল কংগ্রেসকে তাসের ঘরের মতো ভাঙব । মুর্শিদাবাদ জেলার মাটিতে আজ থেকে লড়াই শুরু হল ।"
আরও পড়ুন : দল থেকে বহিষ্কৃত শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা
তিনি আরও বলেন, "সবেমাত্র এই ইনিংসে ব্যাট ধরেছি । আমার কোচ অধীর চৌধুরি । জেলার 26 টি ব্লকে তৃণমূল কংগ্রেসকে তাসের ঘরের মতো ভাঙব । এই চ্যালেঞ্জ করে গেলাম ।"
যোগদান মঞ্চের পাশেই তৃণমূলের জেলা কার্যালয় । সেই দিকে আঙুল তুলে তিনি বলেন, "আমাকে বেইমান বলে সিকিউরিটি কেটে নেওয়া হয়েছে । যে পিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলছে সেই তৃণমূল দলটাকে তাসের ঘরের মতো ভাঙবে পিকে । এই মাটিতেই লড়াই হবে । লড়াই হবে খেলার মাঠে । লড়াই হবে রাজনৈতিক ময়দানে । এখন শুধু সময়ের অপেক্ষা ।"