বহরমপুর, 5 ফেব্রুয়ারি : আগামী 9 ফেব্রুয়ারি বহরমপুরে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়াম হবে মুখ্যমন্ত্রীর জনসভা। শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি ঘোষণা করেন দলের জেলা সভাপতি আবু তাহের খান। মুখ্যমন্ত্রীর সভায় দু’লাখ মানুষ হাজির করার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এদিন পূর্ণাঙ্গ জেলা কমিটিও ঘোষণা করা হয়েছে।
নিজের গড়ে অধীর চৌধুরী প্রতিটি ব্লকে প্রথম দফার প্রচার সেরে ফেলেছেন। সেদিক থেকে নির্বাচনী প্রচারে বেশ কয়েক কদম পিছিয়ে রয়েছে শাসক দল। মঙ্গলবার থেকে প্রচারের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের
2016 সালে অধীর গড়ে মাত্র চারটি আসনে ঘাসফুল ফুটেছিল। পরে অবশ্য বাম কংগ্রেস থেকে ভাঙিয়ে আরও আটজন বিধায়ককে দলে টানে ঘাসফুল শিবির। এবার অধীর গড়কেই পাখির চোখ করেছে তৃণমূল। মঙ্গলবার প্রচারের সুর বেঁধে দিতেই বহরমপুর আসছেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে তিনি জেলায় কোনও প্রশাসনিক সভা করছেন না। জনসভায় যোগ দিতেই মঙ্গলবার মুর্শিদাবাদ আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়াম মাঠে জনসভা করবেন মমতা৷