বহরমপুর, 16 মার্চ : হুইল চেয়ার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের মূলধন । হুইল চেয়ার দিয়ে মানুষের সহানুভুতি আদায়ের চেষ্টা চলছে । মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোকে এভাবেই বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । পাশাপাশি সব ভণ্ডামি, ভুয়ো বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসএসকেএম হাসপাতালের এক্স-রে রিপোর্ট জনসমক্ষে আনার দাবি তুলেছেন তিনি ।
বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন,"আঘাত নিয়ে প্রথম দিন থেকেই উনি রাজনৈতিক ভণ্ডামি করছেন । আঘাত গুরুতর হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রেফার করা হয় । প্রণব মুখোপাধ্যায় বেথুয়া ডহরিতে দুর্ঘটনায় পড়ে আহত হলে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে কৃষ্ণনগর জেলা হাসপাতাল এবং সেখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে 130 কিমি উড়ানে এসএসকেএম হাসপাতালে আনা হল । আবার একদিন পর ছেড়েও দেওয়া হল । তার মানে আঘাত গুরুতর নয় ।"
আরও পড়ুন : 10 বছরে রাজ্যের অর্থব্যবস্থা হুইল চেয়ারে বসে গিয়েছে, কটাক্ষ নরোত্তম মিশ্রের
অধীরবাবু আরও বলেন,"সরকারি হাসপাতালের চিকিৎসকদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার বাইরে যাওয়ার । ওইসব এক্স-রে রিপোর্ট ভুয়ো । হুইল চেয়ার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের মূলধন । হুইল চেয়ারে বসে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে । আমরা বাংলার মানুষের সামনে এক্স-রে রিপোর্ট পেশ করার দাবি জানাচ্ছি । চিকিৎসকের রিপোর্ট পেশ করার দাবি করছি । আসলে সব ভুয়োবাজি । রাজনৈতিক ভণ্ডামি । নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হুইল চেয়ার এখন তাঁর রাজনৈতিক অস্ত্র ।"