ETV Bharat / state

পেট্রলের এক টাকা দাম কমিয়ে ভাঁওতা দিচ্ছেন মমতা, অভিযোগ অধীরের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

জ্বালানি তেলের উপর থেকে এক টাকা দাম কমানো ভাঁওতা ছাড়া কিছুই নয় । সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী । তিনি এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷

পেট্রলের এক টাকা দাম কমিয়ে ভাঁওতা দিচ্ছেন মমতা, অভিযোগ অধীরের
পেট্রলের এক টাকা দাম কমিয়ে ভাঁওতা দিচ্ছেন মমতা, অভিযোগ অধীরের
author img

By

Published : Feb 23, 2021, 7:33 PM IST

Updated : Feb 23, 2021, 8:58 PM IST

বহরমপুর, 23 ফেব্রুয়ারি : জ্বালানি তেলের উপর থেকে এক টাকা দাম কমানো ভাঁওতা ছাড়া কিছুই নয় । সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী । অধীরের দাবি, ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম এখনকার প্রায় দ্বিগুন ছিল । কিন্তু তখন লিটার প্রতি তেলের দাম ছিল মাত্র 71 টাকা । বিভিন্ন দেশে তেলের লিটার প্রতি দামের পরিসংখ্যান দিয়ে তিনি দাবি করেছেন, লকডাউনে পেট্রল-ডিজেলের উপর বারবার ভ্যাট চাপিয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ভোটের আগে এক টাকা ভ্যাট কমিয়ে ভাঁওতা দেওয়া হচ্ছে । অধীরের আরও দাবি, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে লিটার প্রতি তেলের দাম কমানো হয়েছে 12 টাকা ।

বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, ‘‘ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছিল 108 ডলার । এখন তার দাম মাত্র 65 ডিলার । অথচ ইউপিএ সরকারের আমলে লিটার প্রতি তেলের দাম ছিল 71 টাকা । এখন প্রতি লিটার পেট্রোলের দাম একশো ছুঁইছুঁই ।’’

নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তানের লিটার প্রতি পেট্র‍লের দামের পরিসংখ্যানও দিয়েছেন তিনি । অধীরবাবুর আরও দাবি, এই বিজেপি সরকারের পেট্রলের 840 শতাংশ এক্সসাইজ ডিউটি বাড়িয়েছে । আর ডিজেলে এক্সসাইজ ডিউটি বাড়িয়েছে 258 শতাংশ ।

অধীর চৌধুরির বক্তব্য শুনুন

আরও পড়ুন : জোট না হলে একাই লড়বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

অধীরবাবু বলেন, ‘‘বাংলার দিদি ভাইয়ের সরকার লকডাউন, কোরোনার সময়ে বারবার ভ্যালু এডেড ট্যাক্স (VAT) বাড়িয়েছে। এখন ভোটের মুখে কমাচ্ছে মাত্র এক টাকা । আরও এক ঢপবাজি । ছত্রিশগড়ের কংগ্রেস সরকার যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি 12 টাকা কমিয়েছে ।’’

বহরমপুর, 23 ফেব্রুয়ারি : জ্বালানি তেলের উপর থেকে এক টাকা দাম কমানো ভাঁওতা ছাড়া কিছুই নয় । সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী । অধীরের দাবি, ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম এখনকার প্রায় দ্বিগুন ছিল । কিন্তু তখন লিটার প্রতি তেলের দাম ছিল মাত্র 71 টাকা । বিভিন্ন দেশে তেলের লিটার প্রতি দামের পরিসংখ্যান দিয়ে তিনি দাবি করেছেন, লকডাউনে পেট্রল-ডিজেলের উপর বারবার ভ্যাট চাপিয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ভোটের আগে এক টাকা ভ্যাট কমিয়ে ভাঁওতা দেওয়া হচ্ছে । অধীরের আরও দাবি, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে লিটার প্রতি তেলের দাম কমানো হয়েছে 12 টাকা ।

বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, ‘‘ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছিল 108 ডলার । এখন তার দাম মাত্র 65 ডিলার । অথচ ইউপিএ সরকারের আমলে লিটার প্রতি তেলের দাম ছিল 71 টাকা । এখন প্রতি লিটার পেট্রোলের দাম একশো ছুঁইছুঁই ।’’

নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তানের লিটার প্রতি পেট্র‍লের দামের পরিসংখ্যানও দিয়েছেন তিনি । অধীরবাবুর আরও দাবি, এই বিজেপি সরকারের পেট্রলের 840 শতাংশ এক্সসাইজ ডিউটি বাড়িয়েছে । আর ডিজেলে এক্সসাইজ ডিউটি বাড়িয়েছে 258 শতাংশ ।

অধীর চৌধুরির বক্তব্য শুনুন

আরও পড়ুন : জোট না হলে একাই লড়বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

অধীরবাবু বলেন, ‘‘বাংলার দিদি ভাইয়ের সরকার লকডাউন, কোরোনার সময়ে বারবার ভ্যালু এডেড ট্যাক্স (VAT) বাড়িয়েছে। এখন ভোটের মুখে কমাচ্ছে মাত্র এক টাকা । আরও এক ঢপবাজি । ছত্রিশগড়ের কংগ্রেস সরকার যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি 12 টাকা কমিয়েছে ।’’

Last Updated : Feb 23, 2021, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.