ETV Bharat / state

রিগিং রুখতে দুষ্কৃতীকে তাড়া অধীরের: ভিডিয়ো - tmc

বহরমপুরে রিগিং রুখতে দুষ্কৃতীর পিছু ধাওয়া অধীর চৌধুরির ।

অধীর চৌধুরি
author img

By

Published : Apr 29, 2019, 1:37 PM IST

Updated : Apr 29, 2019, 1:48 PM IST

বহরমপুর, 29 এপ্রিল : বহরমপুরে রিগিং রুখতে দুষ্কৃতীর পিছু ধাওয়া অধীর চৌধুরির । অধীরের চিৎকার শুনে স্থানীয় মানুষ ওই দুষ্কৃতীকে ধরে ফেলে । তাকে বেধড়ক মারধর করে ।

দেখুন ভিডিয়ো

ঘটনাটি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের 123 নম্বর বুথের ।

বহরমপুর, 29 এপ্রিল : বহরমপুরে রিগিং রুখতে দুষ্কৃতীর পিছু ধাওয়া অধীর চৌধুরির । অধীরের চিৎকার শুনে স্থানীয় মানুষ ওই দুষ্কৃতীকে ধরে ফেলে । তাকে বেধড়ক মারধর করে ।

দেখুন ভিডিয়ো

ঘটনাটি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের 123 নম্বর বুথের ।

Intro:কান্দি - দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি তারা দেশ চালাচ্ছে । বুধবার কাদির মোহনবাগান মাঠ থেকে বিজেপি সরকারকে এই ভাষাতেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিল্লির সরকার বদলের আহ্বান জানান জনসভা থেকে । তিনি বলেন, তৃণমূল ছাড়া ভারতবর্ষে সরকার গঠন হবে না । ইউ পি আর বাংলা আগামী দিনে সরকার গড়বে।


Body:কাদির মোহনবাগান মাঠ এর নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন ,এমন এক নেতা আমরা পেলাম যে মহাত্মা গান্ধী, নেতাজি, রবীন্দ্রনাথের আদর্শ মানতে পারলেন না। নিজেকে মানলেন । দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি তারা দেশ চালাচ্ছে । এই দেশ কি করে চলবে ? পাঁচ বছরে 10 কোটি চাকরি দেবো বলেছিলো । চাকরি দেওয়া দূরের কথা দু'কোটি ছেলে মেয়ে নতুন করে বেকার হয়ে গেল । মোদিবাবুর অনেক গুণ । নোট বন্দি, কৃষক আত্মহত্যা, দাঙ্গা । সব থেকে বড় জিনিস নেতাদের সবাই সম্মান করে কিন্তু এখন সবাই মোদি বাবুদের ভয় পাচ্ছে । কখনো ইনকাম ট্যাক্স কখনো সিবিআই কখনো ইডি লাগাচ্ছে । অত্যাচার চালাচ্ছে । তিনি আরো বলেন , বাংলা দিল্লি উড়িষ্যায় ওরা জিরো । কি করে হিরো হবে । সবাই জোট বেঁধেছে। কারণ কেউ ফ্যাসিস্ট সরকার চায় না । হিটলারি সরকার চায় না। এদিনের সভা থেকে সমর্থকদের উসকে দিয়ে তিনি বলেন যতদিন বেঁচে থাকব ভাগাভাগি করতে দেবো না । ছাত্র যুব কে বিপদে পড়তে দেব না । তাই বলছি বিজেপিকে একটাও ভোট নয় । বাংলায় কংগ্রেস সিপিএম কেউ একটাও ভোট নয় । বদলে দিন । দিল্লি সরকার বদলে দিন । মোদি বাবুদের পাল্টে দিন । উল্টে দিন পাল্টে দিন। আগামী দিনে ভারতবর্ষ গড়তে হলে তৃণমূলকে বাদ দিয়ে হবে না । বাংলা , ইউপি সরকার তৈরি করবে।


Conclusion:কান্দির সভাতে মুখ্যমন্ত্রী বিজেপি ও কংগ্রেসকে আক্রমণের নিশানাই এনে একযোগে তুলোধোনা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা । এই উচ্ছ্বাস কি ভোটব্যাংকে প্রভাব ফেলবে ? সবাই তাকিয়ে সেদিকেই ।
Last Updated : Apr 29, 2019, 1:48 PM IST

For All Latest Updates

TAGGED:

bjptmcadhir
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.