সাগরদিঘি, 5 এপ্রিল: অবাধে পাচার হচ্ছিল, গ্রামবাসীরা পাকড়াও করে ধরে ফেলল ভ্যানে নিয়ে যাওয়া 800 লিটার কেরোসিন। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল সাগরদিঘি ব্লকের বাজিতপুর গ্রামে (Kerosene recovered before smuggling in Sagardighi)। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ওই ভ্যান-সহ কেরোসিন তেল বাজেয়াপ্ত করে নিয়ে যায়। রেশন ডিলার সেলিম শেখ পলাতক ৷ যদিও চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবি রেশন ডিলারের ভাইয়ের।
এলাকাবাসীদের অভিযোগ, বাজিতপুর গ্রামের রেশন ডিলার সেলিম শেখ যন্ত্রচালিত ভ্যানে করে কেরোসিন তেল পাচার করছিল। এলাকাবাসী ভ্য়ানটি আটক করে। কিন্তু পালিয়ে যায় ওই রেশন ডিলার ৷ উপভোক্তাদের বঞ্চিত করে 800 লিটার কেরোসিন তেল পাচার করছিল রেশন ডিলার বলে অভিযোগ। ডিলারের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী । এবরপর খবর দেওয়া হয় সাগরদিঘি থানায়। পুলিশ এসে গ্রামবাসীদের আটক করা কেরোসিন তেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের আরও অভিযোগ, অভিযুক্ত রেশন ডিলার বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকদের রেশন সামগ্রী কম দেয়। সেই সমস্ত রেশন সামগ্রী ঘুর পথে অবৈধ ভাবে পাচার করে।
আরও পড়ুন : Jalpaiguri Factory Attack : রাজগঞ্জের কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার তিন
স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল মোল্লা বলেন, "এর আগে চাল ও অন্যান্য সামগ্রী পাচারের অভিযোগ ছিল। আমরা ডিলারকে হাতেনাতে ধরব বলে ওৎ পেতে ছিলাম।"
রেশন ডিলারের ভাই আলিম শেখের দাবি, সবটাই চক্রান্ত। উপভোক্তাদের রেশন সামগ্রী বন্টন করা হয়নি। ঘরেই মজুত আছে।