ETV Bharat / state

আবাস যোজনায় নাম নেই, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায় - villagers-showed-agitation-in-front-of-bdo-office

আবেদন করা সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম ওঠেনি ৷ তাই দুর্নীতির অভিযোগ তুলে আজ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷

villagers-showed-agitation-in-front-of-bdo-office
আবাস যোজনায় নাম না আসায় BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ
author img

By

Published : Oct 7, 2020, 5:53 PM IST

ভগবানগোলা, 7 অক্টোবর : নাম নেই আবাস যোজনা প্রকল্পের তালিকায় । এরই প্রতিবাদে আজ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অনেকে । ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরের ঘটনা ৷

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার হাজরার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ, যাদের বাড়ি আছে কিংবা এর আগেও যারা এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পেয়েছে তাদের নাম ফের তালিকায় রয়েছে ৷ অথচ যাদের দরকার তারা বার বার বঞ্চিত হচ্ছে ৷

বিক্ষোভকারীদের আরও বক্তব্য, আবাস যোজনায় আবেদন করা হলেও প্রশাসনের তরফে কেউ যাচাই পর্যন্ত করতে আসেনি ৷ আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েত সদস্যদের যোগসাজশ রয়েছে ৷ টাকার বিনিময়ে নাম তালিকাভুক্ত করা হচ্ছে ৷ যাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশেরই দোতলা বাড়ি রয়েছে ৷ প্রত্যেকের কাছ থেকে 2 থেকে 10 হাজার টাকা নেওয়া হয়েছে ৷

পরে BDO বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

ভগবানগোলা, 7 অক্টোবর : নাম নেই আবাস যোজনা প্রকল্পের তালিকায় । এরই প্রতিবাদে আজ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অনেকে । ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরের ঘটনা ৷

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার হাজরার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ, যাদের বাড়ি আছে কিংবা এর আগেও যারা এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পেয়েছে তাদের নাম ফের তালিকায় রয়েছে ৷ অথচ যাদের দরকার তারা বার বার বঞ্চিত হচ্ছে ৷

বিক্ষোভকারীদের আরও বক্তব্য, আবাস যোজনায় আবেদন করা হলেও প্রশাসনের তরফে কেউ যাচাই পর্যন্ত করতে আসেনি ৷ আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েত সদস্যদের যোগসাজশ রয়েছে ৷ টাকার বিনিময়ে নাম তালিকাভুক্ত করা হচ্ছে ৷ যাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশেরই দোতলা বাড়ি রয়েছে ৷ প্রত্যেকের কাছ থেকে 2 থেকে 10 হাজার টাকা নেওয়া হয়েছে ৷

পরে BDO বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.