বড়ঞা (মুর্শিদাবাদ), 21 নভেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কে অবস্থিত সুন্দরপুর এলাকায় ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত সেতু মেরামতির কারণে বন্ধ করা হয়েছে যান চলাচল ।
বিপ্লবী ননী সেতুর প্রচলিত নাম ময়ূরাক্ষী সেতু । দীর্ঘদিনের নির্মিত এই সেতুর পরিস্থিতি বেহাল হওয়ায় তার সংস্কারের কাজ শুরু করেছে জেলা পূর্ত দফতর । শনিবার সকাল থেকে সেতু সংস্কারের জন্য হলদিয়া ফরাক্কা বাদশাহী সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । বিকল্প রাস্তা হিসেবে রয়েছে কান্দি-কাটোয়া রাজ্য সড়ক । সেদিক দিয়ে ঘুরে যেতে গিয়ে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে । বাইক যাওয়ার ক্ষেত্রে পাশেই কোনও বিকল্প রাস্তা করে দিলে সুবিধা হত বলে দাবি বাইক আরোহীদের ।
আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল ট্রেন, মৃত 2
নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা একদিকে সেতুর মেরামতির কারণে যেমন খুশি ৷ ৷ অন্যদিকে পুরোপুরিভাবে সেতু বন্ধ হওয়ায় ঘুরে যেতে হচ্ছে ফলে অতিরিক্ত সময় ব্যায় হচ্ছে বলেও ক্ষিপ্ত। যদিও এ বিষয়ে জেলা পূর্ত দফতরের আধিকারিকদের কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি । তবে যান চলাচল স্বাভাবিক করার জন্য সকাল থেকে কান্দি মহকুমা ট্রাফিক পুলিশের তৎপরতা তুঙ্গে । কারণ সারাদিনে অনেক ছোট-বড় গাড়ি পারাপার হয় এই রাস্তা দিয়ে ।