ETV Bharat / state

Panchayat Pradhan Harassment: আবাস যোজনায় দুর্নীতি, পঞ্চায়েত প্রধানকে কলার ধরে সালিশি সভায় নিয়ে গেলেন গ্রামবাসীরা

author img

By

Published : Dec 30, 2022, 4:32 PM IST

পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস দুর্নীতি নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। একাধিক জায়গায় অনিয়মের অভিযোগ উঠেছে ৷ কোথাও কোথাও বিক্ষোভেও সামিল হয়েছেন বঞ্চিতরা ৷ এরইমধ্যে ফরাক্কায় পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করলেন গ্রামবাসী (Villagers Harassed TMC Panchayat Pradhan) ৷

Panchayat Pradhan Harassment
পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাচ্ছে গ্রামবাসী

পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাচ্ছে গ্রামবাসী

ফরাক্কা, 30 ডিসেম্বর: গ্রাম পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাচ্ছেন উত্তেজিত গ্রামবাসী! গ্রামে সালিশি সভা ডেকে চলছে বিচার (Villagers Harassed TMC Panchayat Pradhan)। চরম হেনস্থার শিকার শাসক দলের পঞ্চায়েত প্রধান । ভাইরাল এই ভিডিয়ো ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ফরাক্কা-সহ গোটা জেলায় । বৃহস্পতিবারের ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের বেওয়া 2 গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, আবাস যোজনায়0 দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে । পরে পুলিশ পৌঁছে পঞ্চায়েত প্রধান ছোটন মেহেরাকে উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে ।

আবাস প্লাস যোজনার তালিকা প্রকাশ হতেই দিকে দিকে আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ । কোথাও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা, কোথাও আবার পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ । এবার সেই বিক্ষোভের আঁচ প্রধানের বাড়িতে । এদিন প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে কয়েকশো মানুষ প্রথমে বিক্ষোভ শুরু করে । শেষমেশ পঞ্চায়েত প্রধানকে কার্যত বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসেন স্থানীয়রা । প্রকাশ্য রাস্তায় কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সালিশি সভায় ।

আরও পড়ুন: থানার ভিতরে দলীয় কর্মীদের হাতে চরম হেনস্থার শিকার তৃণমূল বিধায়ক

গ্রামবাসীদের চাপের মুখে তালিকার ভুল ত্রুটি স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধান । ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা থানার তিলডাঙায় । পরে খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের অবস্থাপন্নদেরই নাম রয়েছে তালিকায় । সেখানে নাম নেই গরিবদের । দ্রুত তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে । স্থানীয় বাসিন্দা লছমি বিবি, রেখা বেওয়ারা জানান, গ্রামে যাঁদের বাড়ি, গাড়ি আছে তাঁদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় ৷ অথচ তাঁদের মতো গরিবদের কোনও নাম নেই ৷ তাঁরা বঞ্চিত ৷ তাঁরা এর বিহিত চান ৷

পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাচ্ছে গ্রামবাসী

ফরাক্কা, 30 ডিসেম্বর: গ্রাম পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাচ্ছেন উত্তেজিত গ্রামবাসী! গ্রামে সালিশি সভা ডেকে চলছে বিচার (Villagers Harassed TMC Panchayat Pradhan)। চরম হেনস্থার শিকার শাসক দলের পঞ্চায়েত প্রধান । ভাইরাল এই ভিডিয়ো ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ফরাক্কা-সহ গোটা জেলায় । বৃহস্পতিবারের ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের বেওয়া 2 গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, আবাস যোজনায়0 দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে । পরে পুলিশ পৌঁছে পঞ্চায়েত প্রধান ছোটন মেহেরাকে উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে ।

আবাস প্লাস যোজনার তালিকা প্রকাশ হতেই দিকে দিকে আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ । কোথাও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা, কোথাও আবার পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ । এবার সেই বিক্ষোভের আঁচ প্রধানের বাড়িতে । এদিন প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে কয়েকশো মানুষ প্রথমে বিক্ষোভ শুরু করে । শেষমেশ পঞ্চায়েত প্রধানকে কার্যত বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসেন স্থানীয়রা । প্রকাশ্য রাস্তায় কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সালিশি সভায় ।

আরও পড়ুন: থানার ভিতরে দলীয় কর্মীদের হাতে চরম হেনস্থার শিকার তৃণমূল বিধায়ক

গ্রামবাসীদের চাপের মুখে তালিকার ভুল ত্রুটি স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধান । ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা থানার তিলডাঙায় । পরে খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের অবস্থাপন্নদেরই নাম রয়েছে তালিকায় । সেখানে নাম নেই গরিবদের । দ্রুত তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে । স্থানীয় বাসিন্দা লছমি বিবি, রেখা বেওয়ারা জানান, গ্রামে যাঁদের বাড়ি, গাড়ি আছে তাঁদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় ৷ অথচ তাঁদের মতো গরিবদের কোনও নাম নেই ৷ তাঁরা বঞ্চিত ৷ তাঁরা এর বিহিত চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.