ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ জলঙ্গিতে - wb-msd-agitation-at icds center-01-7203610

চাল ও আলু কম দেওয়ার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ ৷ মুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরের ঘটনা ৷

villagers agitation for giving less food stuff from anganwari center amid lockdown in jalangi, murshidabad
অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে খাদ্যসামগ্রী কম দেওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Apr 17, 2020, 4:38 PM IST

জলঙ্গি , 17 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, আলু কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ মুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরের ঘটনা ৷ ঘটনায় প্রথমে এক অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রাখেন বাসিন্দারা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । উদ্ধার করা হয় আটক অঙ্গনওয়াড়ি কর্মীকে ।

লকডাউনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্না বন্ধ রয়েছে । তাই ওই সব কেন্দ্র থেকে চাল ও আলু বিতরণ করা শুরু হয়েছে । আজ জলঙ্গির ধনিরামপুর কান্দিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের অভিভাকদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হচ্ছিল । অভিভাবকদের অভিযোগ, প্রত্যেককে আধা কেজি পর্যন্ত চাল ও আলু কম দেওয়া হচ্ছে । বাড়িতে এসে ওজনে কম পড়ায় অভিভাবকরা সেখানে গিয়ে অঙ্গনওয়াড়ির এক কর্মীকে ঘরে বন্ধ করে রাখে । গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক শিশুর জন্য 2 কেজি চাল ও 2 কেজি আলু বরাদ্দ করা হয়েছে । কিন্তু দেওয়া হচ্ছে দেড় কেজি চাল ও দেড় কেজি আলু । কেউ কেউ খুব বেশি হলেও 1 কেজি সাড়ে সাতশো গ্রাম পেয়েছে । এরপর তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ওই কর্মীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগও তুলেছেন তাঁরা ।

যদিও ওই অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, যতটা চাল ও আলু বরাদ্দ করা হয়েছিল তাই দেওয়া হয়েছে । পরিস্থিতি জটিল হওয়ায় ঘটনাস্থানে আসে জলঙ্গি থানার পুলিশ । এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

জলঙ্গি , 17 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, আলু কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ মুর্শিদাবাদের জলঙ্গির ধনিরামপুরের ঘটনা ৷ ঘটনায় প্রথমে এক অঙ্গনওয়ারি কর্মীকে আটকে রাখেন বাসিন্দারা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । উদ্ধার করা হয় আটক অঙ্গনওয়াড়ি কর্মীকে ।

লকডাউনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রান্না বন্ধ রয়েছে । তাই ওই সব কেন্দ্র থেকে চাল ও আলু বিতরণ করা শুরু হয়েছে । আজ জলঙ্গির ধনিরামপুর কান্দিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের অভিভাকদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হচ্ছিল । অভিভাবকদের অভিযোগ, প্রত্যেককে আধা কেজি পর্যন্ত চাল ও আলু কম দেওয়া হচ্ছে । বাড়িতে এসে ওজনে কম পড়ায় অভিভাবকরা সেখানে গিয়ে অঙ্গনওয়াড়ির এক কর্মীকে ঘরে বন্ধ করে রাখে । গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক শিশুর জন্য 2 কেজি চাল ও 2 কেজি আলু বরাদ্দ করা হয়েছে । কিন্তু দেওয়া হচ্ছে দেড় কেজি চাল ও দেড় কেজি আলু । কেউ কেউ খুব বেশি হলেও 1 কেজি সাড়ে সাতশো গ্রাম পেয়েছে । এরপর তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ওই কর্মীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগও তুলেছেন তাঁরা ।

যদিও ওই অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, যতটা চাল ও আলু বরাদ্দ করা হয়েছিল তাই দেওয়া হয়েছে । পরিস্থিতি জটিল হওয়ায় ঘটনাস্থানে আসে জলঙ্গি থানার পুলিশ । এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.