ETV Bharat / state

পঞ্চায়েত সদস্যদের চেয়ার ছোড়াছুড়ির ভিডিয়ো ভাইরাল - তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

পঞ্চায়েতের সভাকক্ষে বৈঠক চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা । একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান ।

Video footage
তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
author img

By

Published : Mar 17, 2020, 6:04 PM IST

Updated : Mar 17, 2020, 11:15 PM IST

সাগরদিঘি,17 মার্চ : সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে অর্থ উপসমিতির বৈঠক চলছিল । সেই সময়, হঠাৎ-ই চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে যান তৃণমূলেরই দুই গোষ্ঠীর সদস্যরা । চলে কিল, চড়, ঘুষি। মারপিটে জড়িয়ে পড়েন গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরাও। হাতাহাতির এই CCTV ফুটেজ প্রকাশ হতেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে চলছিল অর্থ উপসমিতির মিটিং। সেই সভায় প্রধান মুনি মারিয়া মাড্ডি ও উপ প্রধান বক্তিয়ারুদ্দিনের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হন বদরুদ্দিন সরকার,মমতাজ বেগম ও মাসিবুল শেখ। বচসার মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। হাতাহাতিও হয় । চরম গন্ডগোলে ভেস্তে যায় সভা ।

পঞ্চায়েত সদস্যদের চেয়ার ছোড়াছুড়ির ভিডিয়ো ভাইরাল


CCTV-তে ধরা পড়ে ঘটনাটি। কোনওভাবে সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় । 20 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 17টি, BJP একটি ও কংগ্রেস দুটি আসনে জয়ী হয়। এই নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

সাগরদিঘি,17 মার্চ : সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে অর্থ উপসমিতির বৈঠক চলছিল । সেই সময়, হঠাৎ-ই চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে যান তৃণমূলেরই দুই গোষ্ঠীর সদস্যরা । চলে কিল, চড়, ঘুষি। মারপিটে জড়িয়ে পড়েন গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরাও। হাতাহাতির এই CCTV ফুটেজ প্রকাশ হতেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে চলছিল অর্থ উপসমিতির মিটিং। সেই সভায় প্রধান মুনি মারিয়া মাড্ডি ও উপ প্রধান বক্তিয়ারুদ্দিনের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হন বদরুদ্দিন সরকার,মমতাজ বেগম ও মাসিবুল শেখ। বচসার মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। হাতাহাতিও হয় । চরম গন্ডগোলে ভেস্তে যায় সভা ।

পঞ্চায়েত সদস্যদের চেয়ার ছোড়াছুড়ির ভিডিয়ো ভাইরাল


CCTV-তে ধরা পড়ে ঘটনাটি। কোনওভাবে সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় । 20 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 17টি, BJP একটি ও কংগ্রেস দুটি আসনে জয়ী হয়। এই নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Mar 17, 2020, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.