সামশেরগঞ্জ, 15 জুলাই : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই আদিবাসী যুবক । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটে পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ। গতকাল রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের আকুড়ামোড় থেকে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সজল মুর্মু(২১) ও গৌড় মাহাতো(২১)। দু'জনেরই বাড়ি মালদার গাজলের আলমপুর। আজ ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।
মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের উদ্দেশ্যেই সামশেরগঞ্জ যাচ্ছিল ওই দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দু'জনকে আকুড়ামোড় থেকে গ্রেপ্তার করে। তবে এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলে সন্দেহ পুলিশের। সামশেরগঞ্জের কোথায় অস্ত্রগুলি হাত বদল করা হত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র কারবারের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে ।
আজ ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ।