ফরাক্কা, 5 জুলাই : মাসির বাড়ি বেড়াতে এসে মাসতুতো ভাইয়ের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল দুই কিশোরের । ফরাক্কা থানার শিবনগর গ্রামের ঘটনা ৷
মৃত দুই কিশোরের নাম মেহেবুব আলম (10) ও মিলন শেখ (11) । দু'জনেই তৃতীয় শ্রেণির ছাত্র । মেহেবুব আলম শিবনগরের বাসিন্দা । মিলন শেখ পাশের গ্রাম লালমাটি এলাকার বাসিন্দা । গতকালই মাসির বাড়ি বেড়াতে এসেছিল মিলন । আজ দুপুর দেড়টা নাগাদ বাড়িতে কিছু না জানিয়ে দুই ভাই পুকুরে স্নান করতে নামে। বর্ষার জলে ভরাট পুকুরে স্নান করতে নেমে দু'জনে তলিয়ে যায় ।
দু'জনের কেউ সাঁতার জানত না বলে পরিবার সূত্রে জানা গেছে । একজনের দেহ ভেসে ওঠে কিছুক্ষণের মধ্যে । দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মেহেবুব আলমের দেহ ।