বহরমপুর, 8 জুন : টিউশন সেরে ফেরার সময় ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল বছর সতেরোর তিন বন্ধু ৷ খানিক পরেই একজন উপরে উঠে আসে ৷ বাকি দু'জনও স্নান শে সে সময়েই ঘটল বিপত্তি ৷ সাঁতার না-জানা বন্ধুকে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দু’জনেই ৷ বুধবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুর নিয়াল্লিশয়াড়া ঘাটে (Two Teenage Boy Drowned)।
সোহম ঠাকুরের দেহ বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করলেও অর্ঘ্যদ্বীপ মিত্রর খোঁজে ডুবুরি দিয়ে তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ ৷ এদিন টিউশন থেকে বাড়ি ফেরার পথে তারা ভাগীরথীতে স্নান করতে নেমেছিল । 3 জনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ একজন কিছুক্ষন পরেই উঠে আসে । সেই সময়ে সোহম ডাঙায় উঠতে গেলে পড়ে যায় ৷ তাকে বাঁচাতে গিয়েই তলিয়ে যায় অর্ঘ্যদ্বীপ ৷ সাঁতার জানলেও শেষরক্ষা হয়নি ৷
প্রত্যক্ষদর্শীরাই বহরমপুর থানায় খবর দেয় ৷ ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে সোহমের দেহ উদ্ধার করলেও অর্ঘ্যদ্বীপের খোঁজ এখনও মেলেনি ৷ দু’জনেই বহরমপুরের খাগড়া এলাকার বাসিন্দা ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
আরও পড়ুন : ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু তিন নাবালকের