মুর্শিদাবাদ, 30 জুন : দু’টি আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খণ্ডের দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ফরাক্কার ঝাড়খণ্ড লাগোয়া আশা মোড়ে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ছাড়াও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় দু’টি আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ হয়ে রাজ্যে ঢুকেছিল ওই দু’জন ৷ তারা বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে এ-রাজ্যে আসে ৷ গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ আশা মোড়ে হানা দিতে বেআইনি দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে ৷ ধৃতদের নাম শফিকুল শেখ এবং মিঠুন মণ্ডল ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে তারা সুতি এলাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল ৷
আরও পড়ুন : রামপুরহাট থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী গ্রেফতার
তবে, কে বা কারা ওই আগ্নেয়াস্ত্রগুলি কিনছিল তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ তদন্তকারীরা বিষয়টি জানতে ধৃতদের জেরা করছে ৷ পাশাপাশি কী কারণে ওই আগ্নেয়াস্ত্র এই রাজ্যে ঢুকেছে তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷