ETV Bharat / state

স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই বোন - স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই বোন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঝিলিক খাতুন ও মিলি খাতুন মামার বাড়ি বেড়াতে এসেছিল । আজ স্থানীয় আরও তিনজনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল । পাঁচজনই জলে তলিয়ে যায় । স্থানীয় মানুষ দেখতে পেয়ে জলে ঝাঁপ দিয়ে তিন কিশোরীকে জীবিত উদ্ধার করতে পারলেও ঝিলিক খাতুন ও মিলি খাতুনের কোনও হদিশ মেলেনি ।

two sisters sinking in ganges
স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই বোন
author img

By

Published : Jun 6, 2021, 9:26 PM IST

রঘুনাথগঞ্জ, 6 জুন : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ঝিলিক খাতুন(11) ও মিলি খাতুন(13) । ঝিলিক ও মিলির বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে । বৈকণ্ঠপুরে মামার বাড়ি বেড়াতে এসে স্থানীয় আরও তিনজনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল তারা । তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও ওই দুই বোনের কোনও হদিশ মেলেনি । রবিবার দুপুর নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার বৈকণ্ঠপুর ঘাটে । ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকেও ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঝিলিক খাতুন ও মিলি খাতুন মামার বাড়ি বেড়াতে এসেছিল । আজ স্থানীয় আরও তিনজনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল । পাঁচজনই জলে তলিয়ে যায় । স্থানীয় মানুষ দেখতে পেয়ে জলে ঝাঁপ দিয়ে তিন কিশোরীকে জীবিত উদ্ধার করতে পারলেও ঝিলিক খাতুন ও মিলি খাতুনের কোনও হদিশ মেলেনি ।

আরও পড়ুন : দিঘার সমুদ্রে নেমে মৃত দুই , চিকিৎসাধীন আরও দুই

উদ্ধার কাজে হাত লাগিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । ডুবুরি টিম নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান । কিন্তু সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই দুই বোনের খোঁজ পাওয়া যায়নি । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝিলিক-মিলির পরিবারে ।

রঘুনাথগঞ্জ, 6 জুন : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ঝিলিক খাতুন(11) ও মিলি খাতুন(13) । ঝিলিক ও মিলির বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে । বৈকণ্ঠপুরে মামার বাড়ি বেড়াতে এসে স্থানীয় আরও তিনজনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল তারা । তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও ওই দুই বোনের কোনও হদিশ মেলেনি । রবিবার দুপুর নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার বৈকণ্ঠপুর ঘাটে । ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকেও ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঝিলিক খাতুন ও মিলি খাতুন মামার বাড়ি বেড়াতে এসেছিল । আজ স্থানীয় আরও তিনজনের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল । পাঁচজনই জলে তলিয়ে যায় । স্থানীয় মানুষ দেখতে পেয়ে জলে ঝাঁপ দিয়ে তিন কিশোরীকে জীবিত উদ্ধার করতে পারলেও ঝিলিক খাতুন ও মিলি খাতুনের কোনও হদিশ মেলেনি ।

আরও পড়ুন : দিঘার সমুদ্রে নেমে মৃত দুই , চিকিৎসাধীন আরও দুই

উদ্ধার কাজে হাত লাগিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । ডুবুরি টিম নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান । কিন্তু সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই দুই বোনের খোঁজ পাওয়া যায়নি । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝিলিক-মিলির পরিবারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.