ETV Bharat / state

জাতীয় স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বোঞ্জ জয় কান্দির অন্বেষা ও আসমাতের - Kandi two players win bronze

KIO All India Inter Zonal Karate Championship 2023: কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বোঞ্জ জয় কান্দির অন্বেষা পাণ্ডে ও মহম্মদ আসমাত খানের ৷ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটি ৷

KIO All India Inter Zonal Karate Championship
কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 4:33 PM IST

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বোঞ্জ জয় কান্দির অন্বেষা ও আসমাতের

কান্দি, 22 নভেম্বর: কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন ৷ বোঞ্জ নিয়ে বাড়ি ফিরল মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা অন্বেষা পাণ্ডে (22) ও মহম্মদ আসমাত খান (9) । নভেম্বর মাসের 17 তারিখ থেকে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে শুরু হয়েছিল কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 ৷ যার সমাপ্তি ঘটে 19 তারিখে । সেখানে সাব-জুনিয়র এবং সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের 22টি রাজ্য ৷ তাদের মধ্যে দুটোতেই তৃতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ ।

এই প্রতিযোগিতায় সাব-জুনিয়রে প্রথম হয়েছে তামিলনাড়ু, দ্বিতীয় হয়েছে ওড়িশা ও তৃতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । সিনিউরে প্রথম হয়েছে অরুণাঞ্চল, দ্বিতীয় হয়েছে অসম ও তৃতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । এই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ থেকে চারজন অংশগ্রহণ করেছিল ৷ তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৃতীয় হন কান্দির জেমো থেকে অন্বেষা পাণ্ডে ৷ সাব-জুনিয়রে বাগানপাড়া এলাকার মহম্মদ আসমাত খান তৃতীয় স্থান অধিকার করে ।

মঙ্গলবার রাজ্যে ফেরে বিজয়ীরা ৷ কান্দি বাসস্ট্যান্ডে বাস থেকে নামতেই তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেওযা হয় ৷ ক্যারাটে খেলার সঙ্গী ও পরিবারের লোকজন এ দিন স্বাগত জানায় দু'জনকে । অন্বেষা ও আসমাত বলে, "জাতীয় স্তরে খেলতে গিয়েছিলাম আমরা ৷ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে । এই খেলায় বিভিন্ন রাজ্য থেকে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেছিল ৷ তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছি । আমরা ক্যারাটে বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে এই খেলায় অংশগ্রহণ করেছিলাম । আগামিদিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসব ।"

আরও পড়ুন:

  1. কুরাস মার্শাল আর্ট ন্যাশনালে ব্রোঞ্জ জয় হুগলির তিন কন্যা
  2. ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল বঙ্গতনয়া

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বোঞ্জ জয় কান্দির অন্বেষা ও আসমাতের

কান্দি, 22 নভেম্বর: কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন ৷ বোঞ্জ নিয়ে বাড়ি ফিরল মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা অন্বেষা পাণ্ডে (22) ও মহম্মদ আসমাত খান (9) । নভেম্বর মাসের 17 তারিখ থেকে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে শুরু হয়েছিল কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 ৷ যার সমাপ্তি ঘটে 19 তারিখে । সেখানে সাব-জুনিয়র এবং সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের 22টি রাজ্য ৷ তাদের মধ্যে দুটোতেই তৃতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ ।

এই প্রতিযোগিতায় সাব-জুনিয়রে প্রথম হয়েছে তামিলনাড়ু, দ্বিতীয় হয়েছে ওড়িশা ও তৃতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । সিনিউরে প্রথম হয়েছে অরুণাঞ্চল, দ্বিতীয় হয়েছে অসম ও তৃতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । এই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ থেকে চারজন অংশগ্রহণ করেছিল ৷ তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৃতীয় হন কান্দির জেমো থেকে অন্বেষা পাণ্ডে ৷ সাব-জুনিয়রে বাগানপাড়া এলাকার মহম্মদ আসমাত খান তৃতীয় স্থান অধিকার করে ।

মঙ্গলবার রাজ্যে ফেরে বিজয়ীরা ৷ কান্দি বাসস্ট্যান্ডে বাস থেকে নামতেই তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেওযা হয় ৷ ক্যারাটে খেলার সঙ্গী ও পরিবারের লোকজন এ দিন স্বাগত জানায় দু'জনকে । অন্বেষা ও আসমাত বলে, "জাতীয় স্তরে খেলতে গিয়েছিলাম আমরা ৷ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কেআইও অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে । এই খেলায় বিভিন্ন রাজ্য থেকে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেছিল ৷ তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছি । আমরা ক্যারাটে বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে এই খেলায় অংশগ্রহণ করেছিলাম । আগামিদিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসব ।"

আরও পড়ুন:

  1. কুরাস মার্শাল আর্ট ন্যাশনালে ব্রোঞ্জ জয় হুগলির তিন কন্যা
  2. ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল বঙ্গতনয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.