নওদা, 18 ডিসেম্বর: নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় এই প্রথম এফআইআরে থাকা 2 জনকে শনিবার দমদম থেকে গ্রেফতার করল পুলিশ (TMC Leader Murder Case)। ধৃতদের নাম খালেদ কবিরাজ ওরফে রাজকুমার ও পিঙ্কু মণ্ডল । মতিরুল ইসলামের স্ত্রী রিনা বিবির দায়ের করা এফআইআরে এই দু'জনের নাম প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে । এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করল পুলিশ ।
24 নভেম্বর সন্ধ্যায় নওদার টিকাকাটা ফেরিঘাটের কাছে দুষ্কৃতীদের গুলি-বোমায় মৃত্যু হয় করিমপুর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলামের । নওদায় ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় । ঘটনার পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ।
আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে দলীয় সাংসদের ভাগ্নের নামেই এফআইআর দায়ের
ঘটনার পরদিন নওদা থানায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মতিরুল ইসলামের স্ত্রী রিনা বিবি । তার একদিন পর দু'জনকে গ্রেফতার করে পুলিশ । ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় দু'জনকে । নওদা ও নদিয়া থেকে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু ধৃত এই 6 জনের নাম নেই রিনা বিবির করা এফআইআর কপিতে । রিনা বিবি নারয়নপুর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান । তদন্ত নিয়ে প্রশ্ন তুলে জেলা পুলিশ সুপারের কাছে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে আবেদন করেন রিনি বিবি ।
এরপরই শনিবার জেলা পুলিশের একটি টিম দমদম থেকে খালেদ কবিরাজ ওরফে রাজকুমার ও পিঙ্কু মণ্ডল নামে দু'জনকে গ্রেফতার করে । এই দু'জনের নাম রয়েছে রিনা বিবির করা এফআইআরের শীর্ষ তালিকায় । তিনি বলেন, "এতদিন পুলিশ ভুল লোককে ধরে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ।"
অতিরিক্ত পুলিশ, সুপার (হেড কোয়ার্টার) সুবিমল পাল বলেন, "তদন্ত ঠিক পথেই এগোচ্ছে । আগে যাদের গ্রেফতার করা হয়েছে তারাও জড়িত । এই নিয়ে মোট আটজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷"
আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার 6 ! পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পঞ্চায়েত প্রধান স্ত্রী