ETV Bharat / state

জলঙ্গিতে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 2 নাবালক - jalangi

মুর্শিদাবাদের জলঙ্গিতে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক । BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তল্লাশি অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই নাবালকের হদিশ মেলেনি ।

Minors drowned in padma
Minors drowned in padma
author img

By

Published : Oct 7, 2020, 7:30 PM IST

Updated : Nov 5, 2020, 7:20 PM IST

জলঙ্গি, 7 অক্টোবর : জলঙ্গির মাছ বাজার এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক । তারা হল জাব্বার শেখ ও সোহেল রানা । দু'জনেরই বাড়ি জলঙ্গি থানার জয়কৃষ্ণপুরে । BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি ।

আজ বিকেল তিনটে নাগাদ তিন বন্ধু নদীতে স্নান করতে নেমেছিল । জলে নেমেই স্রোতের তোড়ে ভেসে যায় দু'জন । রাকিব শেখ নামে আর এক বন্ধু তা দেখে নিখোঁজ দু'জনের বাড়িতে খবর দেয় । পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা তল্লাশি শুরু করলেও তাদের খোঁজ পায়নি ।

পরে BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা স্পিড বোট নিয়ে তল্লাশি অভিযান শুরু করেন । রাকিব শেখ বলে, জাব্বার ও সোহেল সাঁতার দিয়ে কিছুটা দূরে গিয়ে আর ফিরে আসতে পারেনি । প্রবল স্রোতে পড়ে দু'জনে ডুবতে ডুবতে অনেক দূরে চলে যায় । ভয় পেয়েই সে ছুটে বাড়ি আসে ।

জলঙ্গি, 7 অক্টোবর : জলঙ্গির মাছ বাজার এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক । তারা হল জাব্বার শেখ ও সোহেল রানা । দু'জনেরই বাড়ি জলঙ্গি থানার জয়কৃষ্ণপুরে । BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি ।

আজ বিকেল তিনটে নাগাদ তিন বন্ধু নদীতে স্নান করতে নেমেছিল । জলে নেমেই স্রোতের তোড়ে ভেসে যায় দু'জন । রাকিব শেখ নামে আর এক বন্ধু তা দেখে নিখোঁজ দু'জনের বাড়িতে খবর দেয় । পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দারা তল্লাশি শুরু করলেও তাদের খোঁজ পায়নি ।

পরে BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা স্পিড বোট নিয়ে তল্লাশি অভিযান শুরু করেন । রাকিব শেখ বলে, জাব্বার ও সোহেল সাঁতার দিয়ে কিছুটা দূরে গিয়ে আর ফিরে আসতে পারেনি । প্রবল স্রোতে পড়ে দু'জনে ডুবতে ডুবতে অনেক দূরে চলে যায় । ভয় পেয়েই সে ছুটে বাড়ি আসে ।

Last Updated : Nov 5, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.