ETV Bharat / state

মুর্শিদাবাদে দু'লাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার যুবক - suti

দু'লাখ টাকা জালনোট সহ গ্রেপ্তার যুবক । তার কাছ থেকে 100 টি 2000 টাকার নোট উদ্ধার করা হয়েছে ।

জালনোট সহ গ্রেপ্তার যুবক
author img

By

Published : Jul 10, 2019, 12:38 AM IST

Updated : Jul 10, 2019, 2:36 AM IST

সুতি (মুর্শিদাবাদ), 10 জুলাই : দু'লাখ টাকা জালনোট সহ গ্রেপ্তার যুবক । উদ্ধার হয়েছে 100টি 2000 টাকার নোট । গতকাল ওই যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ।

দেখুন ভিডিয়ো

ধৃত যুবকের নাম আলমগীর মহলদার (21) । বাড়ি সুতি থানার ইমামবাজারে । গোপনসূত্রে খবর পেয়ে সোমবার রাতে সুতির সাজুর মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় সুতি থানার পুলিশ । রাত 8টা নাগাদ ওই যুবককে সেখান থেকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট দু'লাখ টাকার জালনোট উদ্ধার করে । ধৃত ওই যুবককে গতকাল জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় । নোটগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় পাচার করা হচ্ছিল সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । সেই সঙ্গে আর কেউ এর সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

সুতি (মুর্শিদাবাদ), 10 জুলাই : দু'লাখ টাকা জালনোট সহ গ্রেপ্তার যুবক । উদ্ধার হয়েছে 100টি 2000 টাকার নোট । গতকাল ওই যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ।

দেখুন ভিডিয়ো

ধৃত যুবকের নাম আলমগীর মহলদার (21) । বাড়ি সুতি থানার ইমামবাজারে । গোপনসূত্রে খবর পেয়ে সোমবার রাতে সুতির সাজুর মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় সুতি থানার পুলিশ । রাত 8টা নাগাদ ওই যুবককে সেখান থেকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট দু'লাখ টাকার জালনোট উদ্ধার করে । ধৃত ওই যুবককে গতকাল জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় । নোটগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় পাচার করা হচ্ছিল সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । সেই সঙ্গে আর কেউ এর সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jul 10, 2019, 2:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.