ETV Bharat / state

সুতিতে টোটোয় ধাক্কায় ডাম্পারের, মৃত 2 - মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল

গতকাল রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুতি থানার বহুতলি জোড়াতলা মোড়ে । মৃতদের একজনের নাম কৃপাসিন্ধু সরকার । টোটো চালকের নাম ও পরিচয় জানা যায়নি । মৃত ও আহতদের বাড়ি সুতি থানার কুসুমগাছিতে । সুতি থানার পুলিশ ডাম্পারটি আটক করেছে ।

road accident in Murshidabad
ডাম্পারের ধাক্কায় মৃত দুই
author img

By

Published : Nov 8, 2020, 2:41 PM IST

সুতি, 8 নভেম্বর : মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় গতরাতে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটো চালকের । ঘটনায় গুরুতর আহত আরও চার জন । তাঁদের মধ্যে দুজন জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয় ।

গতকাল রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুতি থানার বহুতলি জোড়াতলা মোড়ে । মৃতদের একজনের নাম কৃপাসিন্ধু সরকার । টোটো চালকের নাম ও পরিচয় জানা যায়নি । মৃত ও আহতদের বাড়ি সুতি থানার কুসুমগাছিতে । সুতি থানার পুলিশ ডাম্পারটি আটক করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ করে ওড়িশা থেকে ফিরছিলেন ওই চারজন । অমরপুরে বাস থেকে নেমে একটি টোটোয় করে যাচ্ছিলেন কুসুমগাছি । বহুতলি জোড়াতলা মোড়ে বিপরীতমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটো চালকের । বাকিদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় চারজনকে । প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । সেখানেই আজ সকালে মৃত্যু হয় কৃপাসিন্ধু সরকারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

সুতি, 8 নভেম্বর : মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় গতরাতে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটো চালকের । ঘটনায় গুরুতর আহত আরও চার জন । তাঁদের মধ্যে দুজন জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয় ।

গতকাল রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুতি থানার বহুতলি জোড়াতলা মোড়ে । মৃতদের একজনের নাম কৃপাসিন্ধু সরকার । টোটো চালকের নাম ও পরিচয় জানা যায়নি । মৃত ও আহতদের বাড়ি সুতি থানার কুসুমগাছিতে । সুতি থানার পুলিশ ডাম্পারটি আটক করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ করে ওড়িশা থেকে ফিরছিলেন ওই চারজন । অমরপুরে বাস থেকে নেমে একটি টোটোয় করে যাচ্ছিলেন কুসুমগাছি । বহুতলি জোড়াতলা মোড়ে বিপরীতমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটো চালকের । বাকিদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় চারজনকে । প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । সেখানেই আজ সকালে মৃত্যু হয় কৃপাসিন্ধু সরকারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.