ETV Bharat / state

Murshidabad Food Poisoning : মিহিদানা খেয়ে মুর্শিদাবাদে অসুস্থ প্রায় দুশো গ্রামবাসী

মুর্শিদাবাদের ভরতপুরে মিহিদানা খেয়ে অসুস্থ প্রায় দুশো গ্রামবাসী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই অসুস্থদের ভরতপুর ও কান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

Murshidabad Food Poisoning
মিহিদানা খেয়ে মুর্শিদাবাদে অসুস্থ প্রায় দুশো গ্রামবাসী
author img

By

Published : Nov 22, 2021, 11:03 PM IST

ভরতপুর, 22 নভেম্বর : মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরে মিহিদানা খেয়ে অসুস্থ দুই শতাধিক মানুষ (Food Poisoning)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অসুস্থদের অধিকাংশই শিশু হলেও বেশ কয়েকজন প্রসূতিও রয়েছেন । অসুস্থরা বেশিরভাগই আমলাই, ভালুপাড়া, জোড়গাছি গ্রামের বাসিন্দা ।

আরও পড়ুন : Journalists Agitation : বিহারে সাংবাদিক হত্যায় আসানসোলে প্রতিবাদ, জেলাশাসককে স্মারকলিপি

ইতিমধ্যেই অসুস্থদের ভরতপুর ও কান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । অসুস্থদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গ্রামে মিহিদানা ফেরি করতে আসেন এক ব্যক্তি । তাঁর কাছ থেকে মিহিদানা খাওয়ার পরেই বমি, পায়খানা-সহ একাধিক সমস্যা শুরু হয় এলাকার মানুষদের । খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন ৷

ভরতপুর, 22 নভেম্বর : মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরে মিহিদানা খেয়ে অসুস্থ দুই শতাধিক মানুষ (Food Poisoning)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অসুস্থদের অধিকাংশই শিশু হলেও বেশ কয়েকজন প্রসূতিও রয়েছেন । অসুস্থরা বেশিরভাগই আমলাই, ভালুপাড়া, জোড়গাছি গ্রামের বাসিন্দা ।

আরও পড়ুন : Journalists Agitation : বিহারে সাংবাদিক হত্যায় আসানসোলে প্রতিবাদ, জেলাশাসককে স্মারকলিপি

ইতিমধ্যেই অসুস্থদের ভরতপুর ও কান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । অসুস্থদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গ্রামে মিহিদানা ফেরি করতে আসেন এক ব্যক্তি । তাঁর কাছ থেকে মিহিদানা খাওয়ার পরেই বমি, পায়খানা-সহ একাধিক সমস্যা শুরু হয় এলাকার মানুষদের । খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.