ফরাক্কা, 28 জুলাই : আট লাখ টাকার মাদক ট্যাবলেট (নারকোটিক ট্যাবলেট) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার প্যাকেট মাদক ট্যাবলেট । যার পোশাকি নাম ইয়াবা বলে জানিয়েছে পুলিশ । তাদের মধ্যে একজন কলকাতার ও অন্যজন গুয়াহাটির বাসিন্দা ।
গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার একটি বিশেষ টিম স্থানীয় একটি হোটেলে হানা দেয় । সেখান থেকেই সুব্রত ঘোষ ও প্রমোদ দাস নামে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে তারা । সুব্রতর বাড়ি কলকাতার ঢাকুরিয়ায় আর প্রমোদ দাস গুয়াহাটির বাসিন্দা । আজ দু'জনকে মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে । সেখানে তাদের পুলিশি হেপাজতের আবেদন করা হবে জানিয়েছেন জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তে বড়সড় চক্রের হদিশ মিলতে পারে বলে প্রাথমিক ধারণা ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দু'জন গুয়াহাটি থেকে মাদকের প্যাকেটগুলি এনেছিল । ফরাক্কায় সেগুলি হাত বদল করা হত । তবে, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ NTPC মোড়ে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে পাওয়া ওই প্যাকেটগুলির এক একটির বাজার দর প্রায় দু'লাখ টাকা ।