ETV Bharat / state

ফরাক্কায় 8 লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার 2 মাদক পাচারকারী - Kolkata

ফরাক্কায় একটি হোটেলে তল্লাশি চালিয়ে আট লাখ টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তার 2 মাদক পাচারকারী
author img

By

Published : Jul 28, 2019, 4:50 AM IST

ফরাক্কা, 28 জুলাই : আট লাখ টাকার মাদক ট্যাবলেট (নারকোটিক ট্যাবলেট) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার প্যাকেট মাদক ট্যাবলেট । যার পোশাকি নাম ইয়াবা বলে জানিয়েছে পুলিশ । তাদের মধ্যে একজন কলকাতার ও অন্যজন গুয়াহাটির বাসিন্দা ।

গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার একটি বিশেষ টিম স্থানীয় একটি হোটেলে হানা দেয় । সেখান থেকেই সুব্রত ঘোষ ও প্রমোদ দাস নামে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে তারা । সুব্রতর বাড়ি কলকাতার ঢাকুরিয়ায় আর প্রমোদ দাস গুয়াহাটির বাসিন্দা । আজ দু'জনকে মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে । সেখানে তাদের পুলিশি হেপাজতের আবেদন করা হবে জানিয়েছেন জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তে বড়সড় চক্রের হদিশ মিলতে পারে বলে প্রাথমিক ধারণা ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দু'জন গুয়াহাটি থেকে মাদকের প্যাকেটগুলি এনেছিল । ফরাক্কায় সেগুলি হাত বদল করা হত । তবে, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ NTPC মোড়ে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে পাওয়া ওই প্যাকেটগুলির এক একটির বাজার দর প্রায় দু'লাখ টাকা ।

ফরাক্কা, 28 জুলাই : আট লাখ টাকার মাদক ট্যাবলেট (নারকোটিক ট্যাবলেট) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার প্যাকেট মাদক ট্যাবলেট । যার পোশাকি নাম ইয়াবা বলে জানিয়েছে পুলিশ । তাদের মধ্যে একজন কলকাতার ও অন্যজন গুয়াহাটির বাসিন্দা ।

গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার একটি বিশেষ টিম স্থানীয় একটি হোটেলে হানা দেয় । সেখান থেকেই সুব্রত ঘোষ ও প্রমোদ দাস নামে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে তারা । সুব্রতর বাড়ি কলকাতার ঢাকুরিয়ায় আর প্রমোদ দাস গুয়াহাটির বাসিন্দা । আজ দু'জনকে মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে । সেখানে তাদের পুলিশি হেপাজতের আবেদন করা হবে জানিয়েছেন জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তে বড়সড় চক্রের হদিশ মিলতে পারে বলে প্রাথমিক ধারণা ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দু'জন গুয়াহাটি থেকে মাদকের প্যাকেটগুলি এনেছিল । ফরাক্কায় সেগুলি হাত বদল করা হত । তবে, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ NTPC মোড়ে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে পাওয়া ওই প্যাকেটগুলির এক একটির বাজার দর প্রায় দু'লাখ টাকা ।

Intro:ফরাক্কায় মাদক ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই মাদক কারবারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। Body:ফরাক্কা - আট লালহ টাকার মাদক ট্যাবলেট (নারকোটিক ট্যাবলেট) সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার বিশেষ টিম স্থানীয় একটি হোটেলে হানা দিয়ে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার প্যাকেট মাদক ট্যাবলেট। যার পোশাকি নাম জুভা বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম সুব্রত ঘোষ ও প্রমোদ দাস। সুব্রত ঘোষের বাড়ি কলকাতার ঢাকুরিয়ার। প্রমোদ দাস গুয়াহাটির বাসন্দা। রবিবার দুজনকে মাদক আইনের বিশেষ আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে জানিয়েছেন জঙ্গিপুরের SDPO পেসেনজিৎ চট্টোপাধ্যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাভারকারোরা গুয়াহাটি থেকে মাদকের প্যাকেটগুলি এনেছে। ফরাক্কায় সেগুলি হাত বদল করা হত বলেই প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এদিন সন্ধ্যায় ফরাক্কা এনটিপিসি মোড়ে মোনালিশা নামে একটি হোটেলে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে মেলে চার প্যাকেট জুভা ট্যাবলেট। যেগুলি মাদক হিসাবেই ব্যনহার করা হয়। প্রতি প্যাকেট ট্যাবলেটের বাজার দর দুলাখ টাকা বলে স্বীকার করেছে ধৃতরা। ফরাক্কাকে করিডোর করেই মাফক পাভারকারোরা রাজ্যে জাল বিস্তার করছে বলেই অনুমান পুলিশের।Conclusion:পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তার তদন্তশুরু করেছে পুলিশ। তদন্তে বড়সড় চক্রের হদিশ মিলতে পারে বলেই অনুমান পুলিশের।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.