ETV Bharat / state

TMC Leader Killed: তৃণমূল নেতা খুনে 48 ঘণ্টায় গ্রেফতার 2 - TMC Leader Killed

তৃণমূল নেতা খুনের 48 ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার বহরমপুর আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে (Two Criminals Arrested in TMC Leader Killed)।

TMC Leader Killed
তৃণমূল নেতা খুনে 48 ঘণ্টায় গ্রেফতার 2
author img

By

Published : Nov 26, 2022, 1:03 PM IST

বহরমপুর, 26 নভেম্বর: তৃণমূল নেতা খুনের 48 ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার রাতে নদিয়া থেকে ওই দু'জনকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ (Two Criminals Arrested in TMC Leader Killed)। ধৃতদের নাম সাইদ বিশ্বাস ওরফে বিশ্বজিৎ এবং ইসরাফিল মণ্ডল ওরফে খাতিব মণ্ডল । সাইদের বাড়ি নদিয়া হেলার সাহিপুরে । খাতিব নদিয়ার টোকলার বাসিন্দা । এদিন ধৃতদের মধ্যে সাইদ বিশ্বাসকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে আসে পুলিশ ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা-করিমপুর সীমানায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমা-গুলিতেই মৃত্যু হয় নারায়ণপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা নদিয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলামের । ঘটনায় দশজনের নামে শুক্রবারই অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী । ওই তালিকায় রয়েছে নওদা ব্লক তৃণমূল সভাপতি হাবিব শেখ ওরফে সফিউর শেখ । তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাত পর্যন্ত দু'জনকে গ্রেফতার করে । অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেফতার হয় তা নিশ্চিত করতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা পুলিশের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে দলীয় সাংসদের ভাগ্নের নামেই এফআইআর দায়ের

তৃণমূল নেতাদের চাপে তদন্তে নেমে আপাতত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । যদিও ধৃত অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেছে । ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার বহরমপুর আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে । বাকিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে ৷

বহরমপুর, 26 নভেম্বর: তৃণমূল নেতা খুনের 48 ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার রাতে নদিয়া থেকে ওই দু'জনকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ (Two Criminals Arrested in TMC Leader Killed)। ধৃতদের নাম সাইদ বিশ্বাস ওরফে বিশ্বজিৎ এবং ইসরাফিল মণ্ডল ওরফে খাতিব মণ্ডল । সাইদের বাড়ি নদিয়া হেলার সাহিপুরে । খাতিব নদিয়ার টোকলার বাসিন্দা । এদিন ধৃতদের মধ্যে সাইদ বিশ্বাসকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে আসে পুলিশ ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা-করিমপুর সীমানায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমা-গুলিতেই মৃত্যু হয় নারায়ণপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা নদিয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মতিরুল ইসলামের । ঘটনায় দশজনের নামে শুক্রবারই অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী । ওই তালিকায় রয়েছে নওদা ব্লক তৃণমূল সভাপতি হাবিব শেখ ওরফে সফিউর শেখ । তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাত পর্যন্ত দু'জনকে গ্রেফতার করে । অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেফতার হয় তা নিশ্চিত করতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা পুলিশের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন: নদিয়ার তৃণমূল নেতা খুনে দলীয় সাংসদের ভাগ্নের নামেই এফআইআর দায়ের

তৃণমূল নেতাদের চাপে তদন্তে নেমে আপাতত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । যদিও ধৃত অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেছে । ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার বহরমপুর আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে । বাকিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.