ETV Bharat / state

রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন 2 সিভিক ভলান্টিয়র - saved a life

সালার দফাদার পাড়ার প্রৌঢ়া হাসনা বানু (68)কে আশঙ্কাজনক অবস্থায় তাঁর পরিবারের লোক কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়ে দেন, রোগীকে বাঁচাতে দুই ইউনিট 'A' পজেটিভ গ্রুপের রক্তের দরকার।তাঁরা সালার থানার OC ইন্দ্রনীল মোহন্তের দ্বারস্থ হন। এরপর ইন্দ্রনীলবাবু A পজেটিভ গ্রুপের রক্তের সন্ধান করতে গিয়ে কৃষ্ণ দাস ও সুবল রজক নামে সালার থানার দুই সিভিকের সন্ধান পান। দুই সিভিককে সঙ্গে সঙ্গে পাঠান কাটোয়া মহকুমা হাসপাতালে। রক্ত মেলায় সুস্থ রয়েছেন হাসনা বানু।

Breaking News
author img

By

Published : Apr 18, 2020, 11:59 PM IST

মুর্শিদাবাদ,18 এপ্রিল : লকডাউনে রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন সালার থানার দুই সিভিক ভলান্টিয়র। সালার থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মোহন্তের নির্দেশে দুই সিভিক ভলান্টিয়র কাটোয়া মহকুমা হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন। পুলিশের এহেন মানবিক ভূমিকা এখন এলাকার মানুষের কাছে অন্যতম চর্চার বিষয়। প্রসঙ্গত, লকডাউনের আগেও ইন্দ্রনীল মোহন্ত দুই রোগীর বাড়িতে জীবনদায়ি ওষুধ পৌঁছে দিয়ে তাঁদের প্রাণ রক্ষায় সাহায্য করেন।


আজ সালার দফাদার পাড়ার প্রৌঢ়া হাসনা বানু ( 68)কে আশঙ্কাজনক অবস্থায় তাঁর পরিবারের লোক কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়ে দেন, রোগীকে বাঁচাতে দুই ইউনিট 'A' পজ়িটিভ গ্রুপের রক্তের দরকার।

পরিবারের লোক হন্যে হয়ে রক্তের সন্ধান করে।অবশেষে তাঁরা সালার থানার OC ইন্দ্রনীল মোহন্তের দ্বারস্থ হন। এরপর ইন্দ্রনীল বাবু A পজ়িটিভ গ্রুপের রক্তের সন্ধান করতে গিয়ে কৃষ্ণ দাস ও সুবল রজক নামে সালার থানার দুই সিভিক ভলান্টিয়রের সন্ধান পান। দুই সিভিককে সঙ্গে সঙ্গে পাঠান কাটোয়া মহকুমা হাসপাতালে। রক্ত মেলায় সুস্থ রয়েছেন হাসনা বানু।

মুর্শিদাবাদ,18 এপ্রিল : লকডাউনে রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন সালার থানার দুই সিভিক ভলান্টিয়র। সালার থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মোহন্তের নির্দেশে দুই সিভিক ভলান্টিয়র কাটোয়া মহকুমা হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন। পুলিশের এহেন মানবিক ভূমিকা এখন এলাকার মানুষের কাছে অন্যতম চর্চার বিষয়। প্রসঙ্গত, লকডাউনের আগেও ইন্দ্রনীল মোহন্ত দুই রোগীর বাড়িতে জীবনদায়ি ওষুধ পৌঁছে দিয়ে তাঁদের প্রাণ রক্ষায় সাহায্য করেন।


আজ সালার দফাদার পাড়ার প্রৌঢ়া হাসনা বানু ( 68)কে আশঙ্কাজনক অবস্থায় তাঁর পরিবারের লোক কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়ে দেন, রোগীকে বাঁচাতে দুই ইউনিট 'A' পজ়িটিভ গ্রুপের রক্তের দরকার।

পরিবারের লোক হন্যে হয়ে রক্তের সন্ধান করে।অবশেষে তাঁরা সালার থানার OC ইন্দ্রনীল মোহন্তের দ্বারস্থ হন। এরপর ইন্দ্রনীল বাবু A পজ়িটিভ গ্রুপের রক্তের সন্ধান করতে গিয়ে কৃষ্ণ দাস ও সুবল রজক নামে সালার থানার দুই সিভিক ভলান্টিয়রের সন্ধান পান। দুই সিভিককে সঙ্গে সঙ্গে পাঠান কাটোয়া মহকুমা হাসপাতালে। রক্ত মেলায় সুস্থ রয়েছেন হাসনা বানু।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.