ETV Bharat / state

Burnt to Death: কান্দিতে দুই শিশু সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু মায়ের - two children and mother burnt to death in kandi

দুই শিশু সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু হল মায়ের (two children and mother burnt to death in kandi) ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার গাঁথলা এলাকায়। মৃতের নাম লক্ষ্মী ঘোষ এবং মেয়ে চাঁদনি ঘোষ ও ইতু ঘোষ।

Mother Death
কান্দিতে দুই শিশু সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু মায়ের
author img

By

Published : Nov 29, 2021, 7:07 AM IST

কান্দি , 29 নভেম্বর: দুই শিশু সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু হল মায়ের (fire death in kandi) ৷ রবিবারের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গাঁথলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লক্ষ্মী ঘোষ এবং তাঁর 5 বছরের মেয়ে চাঁদনি ঘোষ ও 3 বছরের মেয়ে ইতু ঘোষ। বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরাই তিনজনের দেহ উদ্ধার করেন। দুই সন্তানকে নিয়ে মা লক্ষ্মী ঘোষ আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

লক্ষ্মী ঘোষের বিয়ে হয়েছিল নবগ্রাম থানার ঘোষপাড়া গ্রামে। কিন্তু বছর তিনেক ধরে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন ধরেই লক্ষ্মী ঘোষ বাপের বাড়ি গাঁথলায় থাকতেন। বেশ কয়েকবার এই দম্পতির দাম্পত্য সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। এদিন বাপের বাড়িতেই দুই মেয়েকে নিয়ে ছিলেন লক্ষ্মীদেবী। হঠাৎই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনা দুর্ঘটনা না আত্মহত্যা তার কারণ খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ ((two children and mother burnt to death in kandi)।

আরও পড়ুন: ফোনে অশালীন ইঙ্গিত, মহিলাকে উত্যক্ত করার অভিযোগে বহরমপুরে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তবে লক্ষ্মীদেবীর পরিবারের তরফে তাঁর স্বামীর দিকেই অভিযোগ করা হয়েছে ৷

কান্দি , 29 নভেম্বর: দুই শিশু সন্তান সহ আগুনে পুড়ে মৃত্যু হল মায়ের (fire death in kandi) ৷ রবিবারের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গাঁথলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লক্ষ্মী ঘোষ এবং তাঁর 5 বছরের মেয়ে চাঁদনি ঘোষ ও 3 বছরের মেয়ে ইতু ঘোষ। বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরাই তিনজনের দেহ উদ্ধার করেন। দুই সন্তানকে নিয়ে মা লক্ষ্মী ঘোষ আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

লক্ষ্মী ঘোষের বিয়ে হয়েছিল নবগ্রাম থানার ঘোষপাড়া গ্রামে। কিন্তু বছর তিনেক ধরে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন ধরেই লক্ষ্মী ঘোষ বাপের বাড়ি গাঁথলায় থাকতেন। বেশ কয়েকবার এই দম্পতির দাম্পত্য সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। এদিন বাপের বাড়িতেই দুই মেয়েকে নিয়ে ছিলেন লক্ষ্মীদেবী। হঠাৎই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনা দুর্ঘটনা না আত্মহত্যা তার কারণ খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ ((two children and mother burnt to death in kandi)।

আরও পড়ুন: ফোনে অশালীন ইঙ্গিত, মহিলাকে উত্যক্ত করার অভিযোগে বহরমপুরে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তবে লক্ষ্মীদেবীর পরিবারের তরফে তাঁর স্বামীর দিকেই অভিযোগ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.