ETV Bharat / state

স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই বালক - মুর্শিদাবাদের ফরাক্কা থানার মামরেজপুর

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই বালকের নাম ওদুদ মোমিন (10) । ওদুদের সন্ধানে তল্লাশি চালাতে ইতিমধ্যেই মামরেজপুর এসেছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । অন্যদিকে মৃত বালকের নাম সাহাদত হোসেন (10) । উদ্ধার কাজ তদারকি করছে ফরাক্কা থানার পুলিশ ।

নদীতে তলিয়ে গেল দুই বালক
নদীতে তলিয়ে গেল দুই বালক
author img

By

Published : Jun 3, 2021, 4:48 PM IST

ফরাক্কা, 3 জুন : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বালক । একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও অপরজন এখনও নিখোঁজ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার মামরেজপুরে ।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই বালকের নাম ওদুদ মোমিন (10) । ওদুদের সন্ধানে তল্লাশি চালাতে ইতিমধ্যেই মামরেজপুর এসেছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । অন্যদিকে মৃত বালকের নাম সাহাদত হোসেন (10) । উদ্ধার কাজ তদারকি করছে ফরাক্কা থানার পুলিশ ।

আজ বেলা এগারোটা নাগাদ দুই বন্ধুকে বাগমারি নদীতে মাছ ধরতে দেখেন স্থানীয়রা । বাড়িতে কিছু না জানিয়েই দুই বন্ধু নদীতে মাছ ধরতে গিয়েছিল । এরপরই দু’জনে স্নান করতে জলে নামে বলে অনুমান পরিবারের । এদিকে অনেকক্ষণ বাড়িতে না ফেরায় দুই বালকের সন্ধানে খোঁজাখুজি শুরু করে পরিবার । কিছুক্ষণ পর গ্রামের একটি ছেলে নদীপাড় থেকে ওদুত মোমিনের গেঞ্জি এনে বাড়িতে দেয় । তারপর নদীতে নেমে খোঁজ শুরু হয় ।

আরও পড়ুন : লর্ডসে অভিষেক টেস্টে সৌরভের রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে

তল্লাশি অভিযানে নামানো হয় ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দল । ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার করা হয় সাহাদত হোসেনের দেহ । এখনও নিখোঁজ ওদুত মোমিন । তার খোঁজে চলছে তল্লাশি । উদ্ধার কাজ দেখতে নদীপাড়ে ভিড় জমিয়েছেন বহু মানুষ ।

ফরাক্কা, 3 জুন : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বালক । একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও অপরজন এখনও নিখোঁজ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার মামরেজপুরে ।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই বালকের নাম ওদুদ মোমিন (10) । ওদুদের সন্ধানে তল্লাশি চালাতে ইতিমধ্যেই মামরেজপুর এসেছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । অন্যদিকে মৃত বালকের নাম সাহাদত হোসেন (10) । উদ্ধার কাজ তদারকি করছে ফরাক্কা থানার পুলিশ ।

আজ বেলা এগারোটা নাগাদ দুই বন্ধুকে বাগমারি নদীতে মাছ ধরতে দেখেন স্থানীয়রা । বাড়িতে কিছু না জানিয়েই দুই বন্ধু নদীতে মাছ ধরতে গিয়েছিল । এরপরই দু’জনে স্নান করতে জলে নামে বলে অনুমান পরিবারের । এদিকে অনেকক্ষণ বাড়িতে না ফেরায় দুই বালকের সন্ধানে খোঁজাখুজি শুরু করে পরিবার । কিছুক্ষণ পর গ্রামের একটি ছেলে নদীপাড় থেকে ওদুত মোমিনের গেঞ্জি এনে বাড়িতে দেয় । তারপর নদীতে নেমে খোঁজ শুরু হয় ।

আরও পড়ুন : লর্ডসে অভিষেক টেস্টে সৌরভের রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে

তল্লাশি অভিযানে নামানো হয় ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দল । ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার করা হয় সাহাদত হোসেনের দেহ । এখনও নিখোঁজ ওদুত মোমিন । তার খোঁজে চলছে তল্লাশি । উদ্ধার কাজ দেখতে নদীপাড়ে ভিড় জমিয়েছেন বহু মানুষ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.